প্রথম পাতা » কবিতা » লকডাউনে তোমার নগরে

লকডাউনে তোমার নগরে

অর্পিতা, না সাদা, না সবুজ, না হলুদ ; এই আষাঢ়ে
গাঢ় লাল রঙ মেখে লকডাউন আসুক তোমার শহরে।

নিষিদ্ধ হোক রাস্তা, দোকান, চা’খানা সরকারি ঘোষণায়।
তোমার গলির মুখে আড়াআড়ি বাঁশ ফেলে স্বেচ্ছাসেবকেরা
বন্ধকরুক রিকশার টুংটাং, মানুষের কোলাহল।

তোমার শহরে লক ডাউন আসুক আগামী পূর্ণিমায়।
বৃষ্টি ভেঁজা ভ্যাঁপসা জ্যোস্নার চাদর জড়িয়ে
খাবার প্রত্যাশী অভূক্ত একদল সারমেয়ওর পাশে
আমিও বসবো দৃষ্টিতে বৃষ্টির সকরুণ অপেক্ষা নিয়ে–
লকডাউনে ঘরবন্দী মানুষের জুস, আইসক্রিম, কোক-ফান্টার
মত তুচ্ছ অপ্রয়োজনীয় চাহিদায়
যদি আমাকে তোমার প্রয়োজন হয়; কোনদিন, কখনো!

অর্পিতা, আগামী পূর্ণিমায় লক ডাউন আসুক তোমার শহরে;
অপেক্ষার চাদর গা’য়ে আমি ভিজবো মেঘভেঁজা জ্যোৎস্নায়।

১৯ জুন, ২০২০। ফরিদপুর।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

রাজু অনার্য
রাজু অনার্য
কবি, গল্পকার ও লোকসাহিত্য গবেষক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে ঐ বিশ্ববিদ্যালয়েই পিএইচ,ডি গবেষণা করছেন লোকসাহিত্য বিষয়ে। প্রকাশিত গ্রন্থ: কাব্য: লাশের মিছিল, অসামাজিক পদাবলী, ঈশ্বরের প্রেমিক ও জেগে ওঠো বিবশ বিবেক। অনুবাদ গল্প সংকলন: বোকাই চাচার ঘোড়া ভাড়া। সম্পাদনা: বঙ্গবন্ধু ও বাংলা লোকসঙ্গীত, শাহ আজাহার ও তাঁর গান, বাউলতত্ত্ব ও ওস্তাদ মফিজ দেওয়ানের গান। গবেষণা: বাউলতত্ত্ব ও বাউল শব্দকোষ। ছড়া: স্বর্ণার ভুটকো ছাগল, ইত্যাদি।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *