অর্পিতা, না সাদা, না সবুজ, না হলুদ ; এই আষাঢ়ে
গাঢ় লাল রঙ মেখে লকডাউন আসুক তোমার শহরে।
নিষিদ্ধ হোক রাস্তা, দোকান, চা’খানা সরকারি ঘোষণায়।
তোমার গলির মুখে আড়াআড়ি বাঁশ ফেলে স্বেচ্ছাসেবকেরা
বন্ধকরুক রিকশার টুংটাং, মানুষের কোলাহল।
তোমার শহরে লক ডাউন আসুক আগামী পূর্ণিমায়।
বৃষ্টি ভেঁজা ভ্যাঁপসা জ্যোস্নার চাদর জড়িয়ে
খাবার প্রত্যাশী অভূক্ত একদল সারমেয়ওর পাশে
আমিও বসবো দৃষ্টিতে বৃষ্টির সকরুণ অপেক্ষা নিয়ে–
লকডাউনে ঘরবন্দী মানুষের জুস, আইসক্রিম, কোক-ফান্টার
মত তুচ্ছ অপ্রয়োজনীয় চাহিদায়
যদি আমাকে তোমার প্রয়োজন হয়; কোনদিন, কখনো!
অর্পিতা, আগামী পূর্ণিমায় লক ডাউন আসুক তোমার শহরে;
অপেক্ষার চাদর গা’য়ে আমি ভিজবো মেঘভেঁজা জ্যোৎস্নায়।
১৯ জুন, ২০২০। ফরিদপুর।