আজি হতে শতবর্ষ আগে
পুষ্পিত সৌরভ হয়ে
বাংলার তটিনী সৈকত ধরে
বহিত্রের পালে লেগেছিল হাওয়া
বিহঙ্গের বিচরণে শিহরিত শীষ।
ধানসিঁড়ির পুষ্পদাম থেকে
টুঙ্গিপাড়ার তটে শুভক্ষণে এলে
খোকানাম নিয়ে বঙ্গভূমির বুকে
সাতকোটি গোলাপের একটি
নীলকণ্ঠ হয়ে
শুষে নিলে নৈরাজ্যের বিষ।
আদরের খোকা থেকে আশ্রয়ের ভাই
সাতকোটি মাল্লার অনন্য এক ঠাঁই
বাংলার বটবৃক্ষ নিপীড়িতের নীড়
বলিষ্ঠ আঙুলে ভাঙে জালিমের ভীড়
আজি শতবর্ষ পরেও বৃক্ষটি সজীব
কচি পাতাগুলো হয়নিতো ক্ষয়
স্বাধীনতার সুখে নেচে নেচে কয়
আমরা মুজিববৃক্ষের কিশলয়।।