প্রথম পাতা » কবিতা » আয়নার কাছে প্রার্থনা

আয়নার কাছে প্রার্থনা

mirror

আয়না হে, তোমার বুকে ভাসাও তুমি প্রিয়তমার মুখ,
গালের আভা, ঠোঁটের গাঢ় লিপস্টিকে প্রসাধনীর সুখ।
ঠোঁটের নীচে তিলটি জুড়ে আমার ভালোবাসার ছবি, অতল আঁধার, নাকের গভীর সুড়ঙ্গটা পাহাড় গুহা কি!
শান্তজলের নিবীরতায় কালো নিটোল দুটি চোখ
আমায় ডাকে প্রেমের ভাষায়, হলে কিছু হোক।

আয়না হে, তোমার বুকে ভাসাও তুমি তেলের কৌটো আর চিরুনি
স্নো-পাউডার-লিপস্টিক, কসমেটিকস আর প্রসাধনী।
বই-পুস্তক, টেলিভিশন, হাত, পা ও চোখ আর চিবুক
মানুষগুলোর প্রতিবিম্ব। উল্টো ছবির নাক-কান ও মুখ।

আয়না হে, তোমার কাছে একটি আমার প্রার্থনা-
যে মানুষ তার সাজ দেখতে তোমাতে তাকায়,
যে মানুষ তার চুল দেখতে তোমাতে তাকায়,
যে মানুষ তার দাঁত দেখতে তোমাতে তাকায়,
যে মানুষ তার গহনা পড়ায় তোমাতে তাকায়,
যে মানুষ তার কাপড় পড়ায় তোমাতে তাকায়।

যে মানুষটা তোমাতে তাকায় চেহারাটা দেখতে তার
দেখিয়ে দিও তাকে তুমি একটিবার,
দেখিয়ে দিও কেবল তাকে, ‘চরিত্রটা কেমন তার!’

আয়না হে, আমার প্রিয়তমার মুখ ভাসানো আয়না
তোমার কাছে এই একটিই আমার প্রার্থনা,
চেহারা দেখা মানুষগুলোর মুখ দেখানোর ফাঁকে
নিজের নিজের চরিত্রটাও দেখিয়ে দিও তাঁকে।

১২ নভেম্বর ২০২১। জাদুনগর।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

রাজু অনার্য
রাজু অনার্য
কবি, গল্পকার ও লোকসাহিত্য গবেষক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে ঐ বিশ্ববিদ্যালয়েই পিএইচ,ডি গবেষণা করছেন লোকসাহিত্য বিষয়ে। প্রকাশিত গ্রন্থ: কাব্য: লাশের মিছিল, অসামাজিক পদাবলী, ঈশ্বরের প্রেমিক ও জেগে ওঠো বিবশ বিবেক। অনুবাদ গল্প সংকলন: বোকাই চাচার ঘোড়া ভাড়া। সম্পাদনা: বঙ্গবন্ধু ও বাংলা লোকসঙ্গীত, শাহ আজাহার ও তাঁর গান, বাউলতত্ত্ব ও ওস্তাদ মফিজ দেওয়ানের গান। গবেষণা: বাউলতত্ত্ব ও বাউল শব্দকোষ। ছড়া: স্বর্ণার ভুটকো ছাগল, ইত্যাদি।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *