আয়না হে, তোমার বুকে ভাসাও তুমি প্রিয়তমার মুখ,
গালের আভা, ঠোঁটের গাঢ় লিপস্টিকে প্রসাধনীর সুখ।
ঠোঁটের নীচে তিলটি জুড়ে আমার ভালোবাসার ছবি, অতল আঁধার, নাকের গভীর সুড়ঙ্গটা পাহাড় গুহা কি!
শান্তজলের নিবীরতায় কালো নিটোল দুটি চোখ
আমায় ডাকে প্রেমের ভাষায়, হলে কিছু হোক।
আয়না হে, তোমার বুকে ভাসাও তুমি তেলের কৌটো আর চিরুনি
স্নো-পাউডার-লিপস্টিক, কসমেটিকস আর প্রসাধনী।
বই-পুস্তক, টেলিভিশন, হাত, পা ও চোখ আর চিবুক
মানুষগুলোর প্রতিবিম্ব। উল্টো ছবির নাক-কান ও মুখ।
আয়না হে, তোমার কাছে একটি আমার প্রার্থনা-
যে মানুষ তার সাজ দেখতে তোমাতে তাকায়,
যে মানুষ তার চুল দেখতে তোমাতে তাকায়,
যে মানুষ তার দাঁত দেখতে তোমাতে তাকায়,
যে মানুষ তার গহনা পড়ায় তোমাতে তাকায়,
যে মানুষ তার কাপড় পড়ায় তোমাতে তাকায়।
যে মানুষটা তোমাতে তাকায় চেহারাটা দেখতে তার
দেখিয়ে দিও তাকে তুমি একটিবার,
দেখিয়ে দিও কেবল তাকে, ‘চরিত্রটা কেমন তার!’
আয়না হে, আমার প্রিয়তমার মুখ ভাসানো আয়না
তোমার কাছে এই একটিই আমার প্রার্থনা,
চেহারা দেখা মানুষগুলোর মুখ দেখানোর ফাঁকে
নিজের নিজের চরিত্রটাও দেখিয়ে দিও তাঁকে।
১২ নভেম্বর ২০২১। জাদুনগর।