বাইরে আর পারি না বেড়োতে
আবার যাব ঘুরতে!!!?
তাই কিনেছি কপ্টার
শোধ নেবো সবটার।
অনলাইনের বাজার,
একটু খানি উড়েই
উসুল টাকা হাজার।
উড়তে গিয়ে খেয়ে আছাড়
ইঞ্জিন বেচারা হয়েছে সাবাড়।
কই ভেবেছি লাগিয়ে ক্যামেরা
ড্রোন বানিয়ে দেখব এবার
ধরণীর চেহারা।
এখন উড়বেটা কি ছাই!
চাকা থাকলেও হতো একটু
মনের কোণে ঠাই ।
উড়তে পেরেও পাখির আছে ঠ্যাং,
কপ্টারেতে দিলেও চাকা
ব্যাঙ করতো ঘ্যাঙর ঘ্যাঙ।