প্রথম পাতা » কবিতা » পরিপূরক

পরিপূরক

Mandala Flower

অর্পিতা, তুমি পুরুষকে দিয়েছো মধুলেহী ভ্রমরের খোঁটা,
রঙিন ডানার মতো মুগ্ধচটুল কথায়– কবি মাত্রই প্রজাপতি।
নারীকে বলেছো ফুল; অনাঘ্রাতা কুসুম।

মধুময় বসন্তশেষে নিদাঘ গ্রীষ্মদিনে তুমি
প্রেমিক মধুকরকে দিয়েছো ফুল শুকানোর দায়।
বৃতিতে মোড়া ভবিষ্যতের স্বপ্নবীজ এড়িয়েছো হেলায়।

অর্পিতা, কি লাভ বলো পুষ্পজন্মে?
যদি না জোটে প্রজাপতি, অর্ঘ্য, প্রেম।
কি লাভ; সৌন্দর্যে, ঘ্রাণে ও নিষ্কলুষতায়?
যদি প্রেমে প্রেমে না বুনে স্বপ্নেয় আবাদ।

অর্পিতা, প্রজাপতি-ভ্রমরবিহীন ফুল বন্ধ্যা; নিস্ফলা।
প্রেমিক পুরুষ ছাড়া অসম্পূর্ণ নারী।

১০ ফেব্রুয়ারি ২০২১। প্রেমধাম, মানিকগঞ্জ।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

রাজু অনার্য
রাজু অনার্য
কবি, গল্পকার ও লোকসাহিত্য গবেষক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে ঐ বিশ্ববিদ্যালয়েই পিএইচ,ডি গবেষণা করছেন লোকসাহিত্য বিষয়ে। প্রকাশিত গ্রন্থ: কাব্য: লাশের মিছিল, অসামাজিক পদাবলী, ঈশ্বরের প্রেমিক ও জেগে ওঠো বিবশ বিবেক। অনুবাদ গল্প সংকলন: বোকাই চাচার ঘোড়া ভাড়া। সম্পাদনা: বঙ্গবন্ধু ও বাংলা লোকসঙ্গীত, শাহ আজাহার ও তাঁর গান, বাউলতত্ত্ব ও ওস্তাদ মফিজ দেওয়ানের গান। গবেষণা: বাউলতত্ত্ব ও বাউল শব্দকোষ। ছড়া: স্বর্ণার ভুটকো ছাগল, ইত্যাদি।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *