অর্পিতা, তুমি পুরুষকে দিয়েছো মধুলেহী ভ্রমরের খোঁটা,
রঙিন ডানার মতো মুগ্ধচটুল কথায়– কবি মাত্রই প্রজাপতি।
নারীকে বলেছো ফুল; অনাঘ্রাতা কুসুম।
মধুময় বসন্তশেষে নিদাঘ গ্রীষ্মদিনে তুমি
প্রেমিক মধুকরকে দিয়েছো ফুল শুকানোর দায়।
বৃতিতে মোড়া ভবিষ্যতের স্বপ্নবীজ এড়িয়েছো হেলায়।
অর্পিতা, কি লাভ বলো পুষ্পজন্মে?
যদি না জোটে প্রজাপতি, অর্ঘ্য, প্রেম।
কি লাভ; সৌন্দর্যে, ঘ্রাণে ও নিষ্কলুষতায়?
যদি প্রেমে প্রেমে না বুনে স্বপ্নেয় আবাদ।
অর্পিতা, প্রজাপতি-ভ্রমরবিহীন ফুল বন্ধ্যা; নিস্ফলা।
প্রেমিক পুরুষ ছাড়া অসম্পূর্ণ নারী।
১০ ফেব্রুয়ারি ২০২১। প্রেমধাম, মানিকগঞ্জ।