প্রথম পাতা » সেরা » অ্যাগোরা প্রতিযোগিতার বিজয়ী বাংলাদেশী আসাফ

অ্যাগোরা প্রতিযোগিতার বিজয়ী বাংলাদেশী আসাফ

Md Asaf Ud Daula
বিশ্বের সেরা ছবি #সবুজ২০২০

অনলাইন প্রতিযোগিতাটি আয়োজন করে মোবাইল অ্যাপ অ্যাগোরা। ১৭,৬৮৯ টি ছবি জমা পরে এতে। এই সতেরো হাজারের বেশি ছবির মধ্যে যে ছবিটি সেরা হয়েছে সেটি বাংলাদেশী আসাফ উদ দৌলার। পুরস্কার ১,০০০ ডলার।

আসাফ উদ দৌলার বাড়ি রাজশাহীর জয়পুরহাটে। পড়াশোনা করেছেন টেলিযোগাযোগ ইঞ্জিনিয়ারিং নিয়ে। তার সেই সেরা ছবিটি দেখে নিন:

আক্কেলপুর, জয়পুরহাট

ছবিটি সম্পর্কে তিনি লিখেছেন: দিনটি ছিল রোদ্রোজ্জ্বল। আমি কিছু ছবি তোলার পরিকল্পনা করলাম। আমি এই ছেলেটিকে ফুল তুলতে দেখলাম এবং তার কয়েক মুহুর্ত পরে বৃষ্টি নামতে শুরু করল। তারপর তাঁর মুখে সবচেয়ে খাঁটি হাসিটি দেখতে পেলাম।
আমার কাছে সুখ হলো যথাযথ বিশ্বাসের অন্যতম পরিণতি। বিশ্বাস আপনাকে আস্থা দেয় এবং আত্মবিশ্বাস আপনাকে শক্তি দেয় এবং যখন আপনি শক্তি অনুভব করেন, আপনি আপনার অজান্তেই হেসে উঠেন।

ছবিটি সম্পর্কে বলা হয়েছে: Some people feel the rain, others just get wet.

প্রতিযোগিতার আরো কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরছি:

প্রকৃত হিরো। ইন্দোনেশিয়া। ছবি: মুহাম্মদ রিদোয়ান
প্যাঁচার ছানা। সুরাট, ভারত। ছবি: মিতেশ পাটেল
পথে। বগুড়া। ছবি: তৌহিদ পারভেজ বিপ্লব
লালচোখা গেছো ব্যাঙ। কোস্টারিকা। ছবি: বাছির বাদাওই
পালাবি কোথায়। হুয়েলভা, স্পেন। ছবি: আইবানেজ
ও ডিয়ার। নেদারল্যান্ড। ছবি: ম্যাক্স বুইটিং
সবুজে সুখ। পশ্চিমবঙ্গ, ভারত। ছবি: প্রণব বাসক

সেরা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Avatar photo
মোরশেদ আলম
পেশায় একজন শিক্ষক, শখের ভ্রমণকারী এবং অবসরে একজন নেটিজেন।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *