৯জন বাংলাদেশি ফটোগ্রাফার চমৎকার কিছু ছবির জন্য এই বছর মর্যাদাপূর্ণ লাইটসফ্লেয়ার আন্তর্জাতিক ফটোগ্রাফি পুরষ্কার জিতেছেন।
মোট ৫টি ক্যাটাগরিতে ছবির জন্য পুরস্কার প্রদান করা হয়:
- ভ্রমণ/লাইফস্টাইল/ডকুমেন্টারি/ স্ট্রিট/প্রতিকৃতি
- বন্যপ্রাণী/ম্যাক্রো
- ল্যান্ডস্কেপ/সিটিস্কেপ/দীর্ঘ-এক্সপোজার
- ড্রোন/এরিয়াল
- মোবাইল (থিম উন্মুক্ত)
৫টি ক্যাটাগরিতেই বাংলাদেশি পুরস্কার বিজয়ী রয়েছেন। প্রথম হয়েছেন ১জন, ৩জন প্রথম রানার আপ হয়েছেন, ৩জন হয়েছেন দ্বিতীয় রানার আপ, সম্মানজনক উল্লেখে আছেন ২জন।
উপরের ছবিটি ভ্রমণ/লাইফস্টাইল/ডকুমেন্টারি/স্ট্রিট/প্রতিকৃতি ক্যাটাগরিতে প্রথম হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে একজন বাংলাদেশি ছাত্রী ক্যামেরার দিকে ফিরে তাকিয়ে হাসছেন। ছবিটি তুলেছেন একজন শিক্ষক, বাংলাদেশি ফটোগ্রাফার মোঃ ফকরুল ইসলাম। শিক্ষায় নারীর আগ্রহ ছবিটিতে প্রতীয়মান।
নিচের ছবিটির জন্য ড্রোন/এরিয়াল ক্যাটাগরিতে প্রথম রানার আপ হয়েছেন তৌহিদ পারভেজ।

নিচের ছবির জন্য ল্যান্ডস্কেপ/সিটিস্কেপ/দীর্ঘ-এক্সপোজার ক্যাটাগরিতে প্রথম রানার আপ হয়েছেন শারমিন আহসান বিথী।

নিচের ছবির জন্য ভ্রমণ/লাইফস্টাইল/ডকুমেন্টারি/স্ট্রিট/প্রতিকৃতি ক্যাটাগরিতে প্রথম রানার আপ হয়েছেন শাহরিয়ার ফারজানা।

নিচের ছবির জন্য মোবাইল (থিম উন্মুক্ত) ক্যাটাগরিতে দ্বিতীয় রানার আপ হয়েছেন সোহেল আহমেদ।

নিচের ছবির জন্য ড্রোন/এরিয়াল ক্যাটাগরিতে দ্বিতীয় রানার আপ হয়েছেন আশরাফুল ইসলাম শিমুল।

নিচের ছবিটি তুলে বন্যপ্রাণী/ম্যাক্রো ক্যাটাগরিতে দ্বিতীয় রানার আপ হয়েছেন হিমেল নবী।

বন্যপ্রাণী/ম্যাক্রো ক্যাটাগরিতে সম্মানজনক উল্লেখে আছে তানভীর এলিনের এই ছবিটি:

মোবাইল (থিম উন্মুক্ত) ক্যাটাগরিতে সম্মানজনক উল্লেখে রয়েছে মোহম্মদ তাসাওয়ার ইসলামের এই ছবিটি:

অন্যদেশীদের ছবি
মোবাইল (থিম উন্মুক্ত) ক্যাটাগরিতে প্রথম হয়েছে ইন্দোনেশিয়ার বুদি গুনাওয়ানের এই ছবিটি:

বন্যপ্রাণী/ম্যাক্রো ক্যাটাগরিতে প্রথম হয়েছে নেদারল্যান্ডসের মার্কো জংস্মার এই ছবিটি:

ড্রোন/এরিয়াল ক্যাটাগরিতে প্রথম হয়েছে ভারতের দীপাঞ্জণ পালের এই ছবিটি:

ল্যান্ডস্কেপ/সিটিস্কেপ/দীর্ঘ-এক্সপোজার ক্যাটাগরিতে প্রথম হয়েছে জুলিও ক্যাস্ট্রো পার্দোর এই ছবিটি:

বন্যপ্রাণী/ম্যাক্রো ক্যাটাগরিতে প্রথম রানার আপ হয়েছে ইন্দোনেশিয়ার দিকাই আরিয়ানির এই ছবিটি:

ল্যান্ডস্কেপ/সিটিস্কেপ/দীর্ঘ-এক্সপোজার ক্যাটাগরিতে দ্বিতীয় রানার আপ হয়েছে ইতালির গিসিপে মারিও ফামিয়ানির তোলা এই ছবিটি:

ভ্রমণ/লাইফস্টাইল/ডকুমেন্টারি/ স্ট্রিট/প্রতিকৃতি ক্যাটাগরিতে দ্বিতীয় রানার আপ হয়েছে ভিয়েতনামের ফান থি খানের তোলা নিচের ছবিটি।

বাংলাদেশি বিজয়ী ফটোগ্রাফারদের ইতল বিতলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন।