প্রথম পাতা » সেরা » বাংলাদেশি ফটোগ্রাফারদের লাইটসফ্লেয়ার ফটোগ্রাফি পুরষ্কার বিজয়

বাংলাদেশি ফটোগ্রাফারদের লাইটসফ্লেয়ার ফটোগ্রাফি পুরষ্কার বিজয়

LightsFlare International Photography Awards

৯জন বাংলাদেশি ফটোগ্রাফার চমৎকার কিছু ছবির জন্য এই বছর মর্যাদাপূর্ণ লাইটসফ্লেয়ার আন্তর্জাতিক ফটোগ্রাফি পুরষ্কার জিতেছেন।

মোট ৫টি ক্যাটাগরিতে ছবির জন্য পুরস্কার প্রদান করা হয়:

  1. ভ্রমণ/লাইফস্টাইল/ডকুমেন্টারি/ স্ট্রিট/প্রতিকৃতি
  2. বন্যপ্রাণী/ম্যাক্রো
  3. ল্যান্ডস্কেপ/সিটিস্কেপ/দীর্ঘ-এক্সপোজার
  4. ড্রোন/এরিয়াল
  5. মোবাইল (থিম উন্মুক্ত)

৫টি ক্যাটাগরিতেই বাংলাদেশি পুরস্কার বিজয়ী রয়েছেন। প্রথম হয়েছেন ১জন, ৩জন প্রথম রানার আপ হয়েছেন, ৩জন হয়েছেন দ্বিতীয় রানার আপ, সম্মানজনক উল্লেখে আছেন ২জন।

উপরের ছবিটি ভ্রমণ/লাইফস্টাইল/ডকুমেন্টারি/স্ট্রিট/প্রতিকৃতি ক্যাটাগরিতে প্রথম হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে একজন বাংলাদেশি ছাত্রী ক্যামেরার দিকে ফিরে তাকিয়ে হাসছেন। ছবিটি তুলেছেন একজন শিক্ষক, বাংলাদেশি ফটোগ্রাফার মোঃ ফকরুল ইসলাম। শিক্ষায় নারীর আগ্রহ ছবিটিতে প্রতীয়মান।

নিচের ছবিটির জন্য ড্রোন/এরিয়াল ক্যাটাগরিতে প্রথম রানার আপ হয়েছেন তৌহিদ পারভেজ।

Touhid Parvez Photography
হাতিকে গোসল করানো।

নিচের ছবির জন্য ল্যান্ডস্কেপ/সিটিস্কেপ/দীর্ঘ-এক্সপোজার ক্যাটাগরিতে প্রথম রানার আপ হয়েছেন শারমিন আহসান বিথী।

Sharmin Ahsan Bithi Photography
বর্ণিল নিয়ন সিটি-স্কেপ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ।

নিচের ছবির জন্য ভ্রমণ/লাইফস্টাইল/ডকুমেন্টারি/স্ট্রিট/প্রতিকৃতি ক্যাটাগরিতে প্রথম রানার আপ হয়েছেন শাহরিয়ার ফারজানা।

Shahriar Farzana Photography
মধ্য প্রাচ্যের একজন শিক্ষক হাস্যোজ্জ্বল স্কুল শিশুদের একটি গ্রুপের সাথে সেলফি তুলছেন – যারা সকলেই শটে ফিট হবার চেষ্টা করছিল।

নিচের ছবির জন্য মোবাইল (থিম উন্মুক্ত) ক্যাটাগরিতে দ্বিতীয় রানার আপ হয়েছেন সোহেল আহমেদ।

Sohel Ahmed Photography
ব্যস্ত ঢাকায় ভ্যানের উপর ঘুমাচ্ছেন মা ও শিশু

নিচের ছবির জন্য ড্রোন/এরিয়াল ক্যাটাগরিতে দ্বিতীয় রানার আপ হয়েছেন আশরাফুল ইসলাম শিমুল।

Ashraful Islam Shimul Photography
ভারতের কোলকাতায় শুটকি উৎপাদন।

নিচের ছবিটি তুলে বন্যপ্রাণী/ম্যাক্রো ক্যাটাগরিতে দ্বিতীয় রানার আপ হয়েছেন হিমেল নবী।

Himel Nobi Photography
বাংলাদেশে জেলেদের সাথে মিলে সাদা বকের মাছ শিকার।

বন্যপ্রাণী/ম্যাক্রো ক্যাটাগরিতে সম্মানজনক উল্লেখে আছে তানভীর এলিনের এই ছবিটি:

Tanvir Alin Photography

মোবাইল (থিম উন্মুক্ত) ক্যাটাগরিতে সম্মানজনক উল্লেখে রয়েছে মোহম্মদ তাসাওয়ার ইসলামের এই ছবিটি:

Mohammad Tasawar Islam Photography
ঢাকায় চলন্ত ট্রেনের ছাদে বসে।
অন্যদেশীদের ছবি

মোবাইল (থিম উন্মুক্ত) ক্যাটাগরিতে প্রথম হয়েছে ইন্দোনেশিয়ার বুদি গুনাওয়ানের এই ছবিটি:

Budi Gunawan Photography

বন্যপ্রাণী/ম্যাক্রো ক্যাটাগরিতে প্রথম হয়েছে নেদারল্যান্ডসের মার্কো জংস্মার এই ছবিটি:

Marco Jongsma Photography

ড্রোন/এরিয়াল ক্যাটাগরিতে প্রথম হয়েছে ভারতের দীপাঞ্জণ পালের এই ছবিটি:

Dipanjan Pal Photography
আইসল্যাণ্ডের একটি বিচ্ছিন্ন হাইওয়ে।

ল্যান্ডস্কেপ/সিটিস্কেপ/দীর্ঘ-এক্সপোজার ক্যাটাগরিতে প্রথম হয়েছে জুলিও ক্যাস্ট্রো পার্দোর এই ছবিটি:

Julio Castro Pardo Photography
আমেরিকার পাথুরে উপত্যকা Utah’র রাতের আকাশ

বন্যপ্রাণী/ম্যাক্রো ক্যাটাগরিতে প্রথম রানার আপ হয়েছে ইন্দোনেশিয়ার দিকাই আরিয়ানির এই ছবিটি:

Dikye Ariani Photography
মা পাখি বাচ্চা পাখিদের খাওয়াচ্ছে।

ল্যান্ডস্কেপ/সিটিস্কেপ/দীর্ঘ-এক্সপোজার ক্যাটাগরিতে দ্বিতীয় রানার আপ হয়েছে ইতালির গিসিপে মারিও ফামিয়ানির তোলা এই ছবিটি:

Giuseppe Mario Famiani Photography
সিসিলির এটনা পর্বতে আগ্নেয়গিরি থেকে ধোঁয়া বেরোনোর শ্বাসরুদ্ধকর চিত্র।

ভ্রমণ/লাইফস্টাইল/ডকুমেন্টারি/ স্ট্রিট/প্রতিকৃতি ক্যাটাগরিতে দ্বিতীয় রানার আপ হয়েছে ভিয়েতনামের ফান থি খানের তোলা নিচের ছবিটি।

PHAN THI KHANH Photography
ভিয়েতনামের গিয়া লাই প্রদেশে স্থানীয় উৎসবে বাচ্চাদের কাঠের উপর দাঁড়িয়ে নৃত্য প্রদর্শনের প্রাণবন্ত চিত্র।

বাংলাদেশি বিজয়ী ফটোগ্রাফারদের ইতল বিতলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন।

সেরা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Bikul
বিকুল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। ভালোবাসেন ব্লগিং করতে এবং অন্যের লেখা পড়তে। অবসর সময় কাটান ভালো মুভি দেখে। সারা বিশ্ব ঘুরে দেখতে চান।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *