প্রথম পাতা » জীবনযাপন » একই পৃথিবীতে দুই রকম চিত্র

একই পৃথিবীতে দুই রকম চিত্র

life and discrimination

উপরের ছবিতে দেখতে পাচ্ছেন কেউ প্রমোদতরীতে জীবনের সুখ খুঁজে নিচ্ছে, আবার তার পাশেই দেখা যাচ্ছে কেউ আশ্রয়ের খোঁজে অভিবাসন লাভের আশায় জীবনের ঝুঁকি নিচ্ছে। কখনো তীর খুঁজে পায় লাশ হয়ে।

নিচের ছবিতে দেখুন, একজন ভবিষ্যতকে বদলে দেওয়ার জন্য বই হাতে দাঁড়ানো। তার পাশেই দেখা যাচ্ছে বর্তমানকে বদলানোর জন্য হাতে তুলে নিয়েছে অস্ত্র।

নিচের ছবিতে দেখুন, একজন পৃথিবী বদলে দেওয়ার জন্য সেজেছে ওয়ান্ডার ওম্যানের বেশে। তার পাশেই আঘাতপ্রাপ্ত একজন বেঁচে থাকার আকুতিময় চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে।

ছবিগুলো যিনি আমাদের সামনে হাজির করেছেন, তিনি হচ্ছেন তুরস্কের ইস্তাম্বুলের একজন ফটোগ্রাফার, Uğur Gallenkuş

তাঁর আরো কিছু ছবি আমরা দেখি:

লিপস্টিক আর গুলি
ক্যামেরার সামনে দাঁড়িয়েছে দুজনই
ক্যাটওয়াক আর অনিশ্চিত যাত্রা
জাকজমক কক্ষ আর বিধ্বস্ত কক্ষ
কারো ভাগ্যে বোমা নিক্ষেপকারী বিমান, কারো ভাগ্যে মুক্ত বিহঙ্গ
আফগানিস্তানের যুদ্ধে পা হারানো শিশুর লাঠি ব্যবহার বনাম আইস স্কেটিং
father, son and war
বাবা ছেলের মুহূর্ত এবং যুদ্ধ

বিভক্ত পৃথিবী নিয়ে ভাবুন।

জীবনযাপন থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

মোরশেদ আলম
পেশায় একজন শিক্ষক, শখের ভ্রমণকারী এবং অবসরে একজন নেটিজেন।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *