প্রথম পাতা » কবিতা » খেপাটে

খেপাটে

Stop Violence

ওরা কেন যে এমন!
কিছু না হতেই যুদ্ধে জড়ায়
ওরা খেপাটে ভিষণ

ওরা চায়না সাম্য
ওরা ফ্যানাটিক
ওরা বোঝেনা কারো মন
গায়ের জোড়ে কর্কশ গলায়
চালায় নিপীড়ন

ওদের যে নেই মায়া মমতা করুনা
ভুলে গেছে তারা নবীর উক্তি
ধর্মে বাড়াবাড়ি করোনা।

ফিরে তাকালে মিলবে এদের
শতশত বিরুপ কির্তী
ধর্মের নামে করছে তারা
ইসলামের বিকৃতি

ইয়েমেন,  সিরিয়া, ইরাকে করেছে
হাজারো মস্তক ছিন্ন
ওরা কি ভেবেছে পৃথিবীটা শুধু
তাদেরই অভয়ারণ্য?!!!!

এ ধরাতে যদি আধার না থাকে
আলোর কি আছে মুল্য
গোমরাটে যে সে  জানবে সে কিসে
কিকরে হয় প্রফুল্য?

আমার ধর্ম অনেক উচুতে
করোনাক অবনমন
ধর্মের বাড়াবাড়ি দেখে এমন
যায়যে আতকে ভীষণ

কেউ না বোঝে যদি বা করে
ধর্মকে অপমান
করোনা প্রহার বোঝাও তাকে
সেওতো স্রষ্ট্রার দান

আমি আর তুমি কে হে মানব?
বিচার করতে চাই
বিচার দিনে হবে তো শাস্তি
হত্যা করার তুমি কে হে ভাই????

হইওনা ক্রুদ্ধ হও বিনম্র
বিচার করবে কাজী
ইসলাম আমার শান্তির ধর্ম
ভুলে কি বসেছ আজি??

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Avatar photo
নূরে আলম মাছুম
আমি একজন কেমিস্ট ও লেখক। দশম শ্রেণীতে ইংরেজী ছড়া লেখার মাধ্যমে সাহিত্যে হাতেখড়ি। পরিবারের অন্যান্যদের দেখে বাংলা সাহিত্য রচনায় মনোযোগী হই। আমি ছড়া, কবিতা, গল্প, গান লিখি।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *