গ্রামের মানুষ যেন সদা তটস্থ। কখন কার কী খোয়া যায় তা সামলাতেই সবাই ব্যস্ত। কিন্তু এত সতর্কতা ও সাবধানতায়ও কাজ হয় না। কারো ঘরের মধু, রুটি, খাবারের পাতিল উধাও হয়ে যায় নিমিষেই। আবার কখনো বা কোনো রূপসি ললনার অনেক সাধের পোশাক এবং সাজুগুজুর প্রয়োজনীয় সামগ্রীও হারিয়ে যায়। সবাই কোনো এক
পুরোটা পড়ুনআওরঙ্গজেব জুয়েল এর ব্লগ
অকর্ষিত মন আর মননের কর্ষণ জরুরি।
আমার ব্লগে আপনাকে স্বাগতম
আমি মোট পোস্ট করেছি: 5 টি
লিখছি June 2020 থেকে
এই পৃথিবী আজ ভোগ্য তাদেরই কাছেযারা সত্যের মতো মিথ্যাআর মিথ্যার মতো সত্যের প্রাসাদ গড়ে তুলে;কথার তুবড়ি ছুটিয়ে মানুষের আবেগের কড়িকাঠেদিতে পারে সুড়সুড়ি।বহুভোগ্যা এই বসুন্ধরা তার জঠরের জ্বালায় যখন ক্লান্তশিকড়ে শিকড়ে যখন টান লেগে হয়ে ওঠে বন্য;অভাগা মানুষের নিঃশ্বাসে যখন হিসহিস শব্দতখন আর্টেমিস বা হেফাস্টাসের সৃষ্টিশীলতায় ধরে ঘুণ।বন্য আদিমতার শৃঙ্খলিত বলয়
পুরোটা পড়ুনঠেলায় পড়ে জেগে ওঠে কবিসত্তাব্যথার বিষ জানায় সে বারতা।আনমনা মন জানে কি তা?কত ব্যথায় বিকায় তা সস্তা?বিবমিষা মন করে ঠনঠনমাথায় শব্দ করে ভনভন।লিখে চলে কবি অগণন,পাহাড়সম শব্দের বুনন।শব্দের সাথে হয় শব্দের বিয়েমনের সাথে মন মিলেনা গিয়ে।ঠোকাঠুকিতে যায় যে সময় বয়ে,অনাদর আর অবহেলায় যায় সবই সয়ে।
পুরোটা পড়ুনআমি আর বাবা একই সঙ্গে স্কুলে যেতাম। উত্তরবঙ্গের এক অজ পাড়া গাঁয়ের মেঠো পথ ধরে বাবার চাইনা ফনিক্স বাই সাইকেলের পেছনের ক্যারিয়ারে বসে প্রকৃতির অপরূপ শোভায় বিভোর হয়ে কখন যে স্কুলে পৌঁছে যেতাম তা কখনও টেরই পেতাম না। প্রকৃতি কী অকৃপণভাবে তার রূপ, রস, শব্দ, গন্ধ সেই পথটায় ছড়িয়ে দিয়েছিল;
পুরোটা পড়ুনএবার থামাও তোমার হাসিজীবন যেখানে গিয়েছে ভাসি;সেখানে কেন এই তামাসাবাজি?যত্রতত্র ভেলকি আর আতশবাজি!নীরব যেখানে মাঠ-প্রান্তরফাটে সেখানে মন আর অন্তর।প্রকৃতির বুক ছেয়ে যায় ত্রাসেবিধাতা বুঝি ওপর থেকে হাসে!আমাদের পাড়ার মোড়লের ঘরসব পেয়েছির অন্য রূপান্তর;স্বেদ আর পরিশ্রম ছাড়াএকা লুটে ধন ঘড়া ঘড়া।স্বপ্ন বিহনে বাঁচে কোহিনূরনামের সাথে ফোটেনা কো নূর;অন্ধকার আর তামসিকতায় বাঁচেজগৎ
পুরোটা পড়ুন