এবার থামাও তোমার হাসি
জীবন যেখানে গিয়েছে ভাসি;
সেখানে কেন এই তামাসাবাজি?
যত্রতত্র ভেলকি আর আতশবাজি!
নীরব যেখানে মাঠ-প্রান্তর
ফাটে সেখানে মন আর অন্তর।
প্রকৃতির বুক ছেয়ে যায় ত্রাসে
বিধাতা বুঝি ওপর থেকে হাসে!
আমাদের পাড়ার মোড়লের ঘর
সব পেয়েছির অন্য রূপান্তর;
স্বেদ আর পরিশ্রম ছাড়া
একা লুটে ধন ঘড়া ঘড়া।
স্বপ্ন বিহনে বাঁচে কোহিনূর
নামের সাথে ফোটেনা কো নূর;
অন্ধকার আর তামসিকতায় বাঁচে
জগৎ হয়তো শুচি হবে এদেরই আঁচে।