প্রথম পাতা » কবিতা » হয়তো বা নয়তো

হয়তো বা নয়তো

bound

এবার থামাও তোমার হাসি
জীবন যেখানে গিয়েছে ভাসি;
সেখানে কেন এই তামাসাবাজি?
যত্রতত্র ভেলকি আর আতশবাজি!

নীরব যেখানে মাঠ-প্রান্তর
ফাটে সেখানে মন আর অন্তর।
প্রকৃতির বুক ছেয়ে যায় ত্রাসে
বিধাতা বুঝি ওপর থেকে হাসে!

আমাদের পাড়ার মোড়লের ঘর
সব পেয়েছির অন্য রূপান্তর;
স্বেদ আর পরিশ্রম ছাড়া
একা লুটে ধন ঘড়া ঘড়া।

স্বপ্ন বিহনে বাঁচে কোহিনূর
নামের সাথে ফোটেনা কো নূর;
অন্ধকার আর তামসিকতায় বাঁচে
জগৎ হয়তো শুচি হবে এদেরই আঁচে।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

আওরঙ্গজেব জুয়েল
আওরঙ্গজেব জুয়েল
শব্দ বুনে যাই। মাথার ভেতরে ভীড় করা যত শব্দ আছে তা দিয়েই গড়ে তুলি শব্দসৌধ। ভালোবাসি মানুষকে; ভালোবাসি স্ত্রী পুত্রসহ সকল কর্ষিত মানুষকে। যাদের স্বপ্নে আগামী পৃথিবী পাবে তার ঈপ্সিত মুক্তি।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *