প্রথম পাতা » কবিতা » শব্দে শব্দে বিয়ে

শব্দে শব্দে বিয়ে

Word

ঠেলায় পড়ে জেগে ওঠে কবিসত্তা
ব্যথার বিষ জানায় সে বারতা।
আনমনা মন জানে কি তা?
কত ব্যথায় বিকায় তা সস্তা?

বিবমিষা মন করে ঠনঠন
মাথায় শব্দ করে ভনভন।
লিখে চলে কবি অগণন,
পাহাড়সম শব্দের বুনন।

শব্দের সাথে হয় শব্দের বিয়ে
মনের সাথে মন মিলেনা গিয়ে।
ঠোকাঠুকিতে যায় যে সময় বয়ে,
অনাদর আর অবহেলায় যায় সবই সয়ে।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

আওরঙ্গজেব জুয়েল
আওরঙ্গজেব জুয়েল
শব্দ বুনে যাই। মাথার ভেতরে ভীড় করা যত শব্দ আছে তা দিয়েই গড়ে তুলি শব্দসৌধ। ভালোবাসি মানুষকে; ভালোবাসি স্ত্রী পুত্রসহ সকল কর্ষিত মানুষকে। যাদের স্বপ্নে আগামী পৃথিবী পাবে তার ঈপ্সিত মুক্তি।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *