ঠেলায় পড়ে জেগে ওঠে কবিসত্তা
ব্যথার বিষ জানায় সে বারতা।
আনমনা মন জানে কি তা?
কত ব্যথায় বিকায় তা সস্তা?
বিবমিষা মন করে ঠনঠন
মাথায় শব্দ করে ভনভন।
লিখে চলে কবি অগণন,
পাহাড়সম শব্দের বুনন।
শব্দের সাথে হয় শব্দের বিয়ে
মনের সাথে মন মিলেনা গিয়ে।
ঠোকাঠুকিতে যায় যে সময় বয়ে,
অনাদর আর অবহেলায় যায় সবই সয়ে।