এই পৃথিবী আজ ভোগ্য তাদেরই কাছে
যারা সত্যের মতো মিথ্যা
আর মিথ্যার মতো সত্যের প্রাসাদ গড়ে তুলে;
কথার তুবড়ি ছুটিয়ে মানুষের আবেগের কড়িকাঠে
দিতে পারে সুড়সুড়ি।
বহুভোগ্যা এই বসুন্ধরা তার জঠরের জ্বালায় যখন ক্লান্ত
শিকড়ে শিকড়ে যখন টান লেগে হয়ে ওঠে বন্য;
অভাগা মানুষের নিঃশ্বাসে যখন হিসহিস শব্দ
তখন আর্টেমিস বা হেফাস্টাসের সৃষ্টিশীলতায় ধরে ঘুণ।
বন্য আদিমতার শৃঙ্খলিত বলয় ভেঙ্গে
আগুনের ব্যবহারে মানুষ যখন হয়ে ওঠে সভ্য;
দিগ্বিদিক যখন উচ্চারিত হয়
মানুষের সম্ভাবনা আর আলোকিত জীবনের;
প্রমিথিউসরা তখন হয়ে পড়েন শৃঙ্খলিত।
সভ্যতার তারে আজ বাজে না কোনো সুর
তাই বুঝি সব সুর আশ্রয় নেয় অসুরদের কণ্ঠে!
যার বাঁশির সুরে জড় ও জীব হয়ে ওঠে জীবন্ত
সেই অর্ফিয়াস হয়ে পড়ে শিয়াল কুকুরের ভোগ্য।