প্রথম পাতা » কবিতা » সভ্যতার শব

সভ্যতার শব

Corpse of Civilization

এই পৃথিবী আজ ভোগ্য তাদেরই কাছে
যারা সত্যের মতো মিথ্যা
আর মিথ্যার মতো সত্যের প্রাসাদ গড়ে তুলে;
কথার তুবড়ি ছুটিয়ে মানুষের আবেগের কড়িকাঠে
দিতে পারে সুড়সুড়ি।

বহুভোগ্যা এই বসুন্ধরা তার জঠরের জ্বালায় যখন ক্লান্ত
শিকড়ে শিকড়ে যখন টান লেগে হয়ে ওঠে বন্য;
অভাগা মানুষের নিঃশ্বাসে যখন হিসহিস শব্দ
তখন আর্টেমিস বা হেফাস্টাসের সৃষ্টিশীলতায় ধরে ঘুণ।

বন্য আদিমতার শৃঙ্খলিত বলয় ভেঙ্গে
আগুনের ব্যবহারে মানুষ যখন হয়ে ওঠে সভ্য;
দিগ্বিদিক যখন উচ্চারিত হয়
মানুষের সম্ভাবনা আর আলোকিত জীবনের;
প্রমিথিউসরা তখন হয়ে পড়েন শৃঙ্খলিত।

সভ্যতার তারে আজ বাজে না কোনো সুর
তাই বুঝি সব সুর আশ্রয় নেয় অসুরদের কণ্ঠে!
যার বাঁশির সুরে জড় ও জীব হয়ে ওঠে জীবন্ত
সেই অর্ফিয়াস হয়ে পড়ে শিয়াল কুকুরের ভোগ্য।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

আওরঙ্গজেব জুয়েল
আওরঙ্গজেব জুয়েল
শব্দ বুনে যাই। মাথার ভেতরে ভীড় করা যত শব্দ আছে তা দিয়েই গড়ে তুলি শব্দসৌধ। ভালোবাসি মানুষকে; ভালোবাসি স্ত্রী পুত্রসহ সকল কর্ষিত মানুষকে। যাদের স্বপ্নে আগামী পৃথিবী পাবে তার ঈপ্সিত মুক্তি।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *