প্রথম পাতা » বিনোদন » অংক কাকে বলে

অংক কাকে বলে

Math

গণিত। এই বিষয়টিকে কেউ পায় ভয়, কেউ আবার এতে খুঁজে পায় আনন্দ। আমি কেবল দশম শ্রেণীতে উঠার পর গণিতকে ভালো করে বুঝতে শিখেছিলাম। এর আগে যে কী শিখেছি বলতেও পারব না। তখন যদি নিচের ভিডিওটি আমাকে দেখানো হতো, আমি নিশ্চিত দ্বিধায় পড়ে যেতাম।

তবে আজকে যে ভিডিওটি শেয়ার করবো সেটি দেখে আপনি পাবেন মজা। অবশ্য চমক হাসান যেমন গণিতের রঙ্গ দেখান তেমন নয়, ভিন্ন ধরনের।

ভিডিওটিতে প্রমাণ করিয়ে দেখানো হবে যে ২৫ কে ৫ দিয়ে ভাগ করলে ভাগফল হয় ১৪।

ভিডিওটির এক পর্যায়ে বলা হয় ”আপনি কী হিসেব শিখেছেন সারা জীবন পড়ালেখা করে?” এটি আমার কাছে খুব হাস্যরসাত্মক মনে হয়েছে।

দেখুন কীভাবে কাঁটায় কাঁটায় হিসেব মিলিয়ে দিল:

শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।

বিনোদন থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Bikul
বিকুল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। ভালোবাসেন ব্লগিং করতে এবং অন্যের লেখা পড়তে। অবসর সময় কাটান ভালো মুভি দেখে। সারা বিশ্ব ঘুরে দেখতে চান।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *