ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ে, গাঙ্গে জাগে ঢেউ,
আষাঢ় মাসে ডুববে বাড়ি, অজানা নেই কেউ।
ডুববে ক্ষেত তলাবে চাষ সোনা ফসলটুকু,
পুড়িয়ে খাঁটি হয় যে সোনা বুঝে কি আর খুকু।
জিগায় খুকু, বলে ওবাবা, কোথা রাখবে হালের গোরু?
ডুবেতো যাবে গোয়াল ঘর, ভিটে বাড়ি পুরো!
আমরাই বা থাকব কোথা যায় যদি সব নিচে,
বল, ও বাবা হাঁস-মুরগি ছাগলগুলো কেমন করে বাঁচে?
গোরু ছাগলে ভাবেনা বাবা, তাদের চিন্তা অন্য,
ফসলগুলো নষ্ট হলে কোথায় পাবে অন্ন!
মনের কথা মনে চেপে বলে, ওসবে দিওনা কান,
পাতব মাচা কিনব নৌকা, খাইব মুড়ি গাইব গান।