মাঠ প্রশাসনের প্রতিটি জেলা প্রশাসক (ডিসি) প্রায় ৩০০টিরও বেশি কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো একটি চিঠিতে এ তথ্য প্রকাশ পেয়েছে। চিঠিতে জানানো হয়, জেলা প্রশাসকদের সভাপতিত্বে গঠিত কমিটিগুলোর হালনাগাদ তথ্য মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ শাখায় পাঠাতে হবে। সেখানে উল্লেখ করা হয়েছে, জেলা প্রশাসকরা ৩০২টি কমিটির সভাপতির দায়িত্ব ছাড়াও আরও যেসব কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন, সেসবের হালনাগাদ তালিকাও পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের ২০১১ সালের তালিকা অনুযায়ী, একজন জেলা প্রশাসক (ডিসি) সর্বোচ্চ ৩০২টি কমিটির সভাপতির দায়িত্ব পালন করতে পারেন। তবে কর্মকর্তাদের মতে, গত এক যুগে নতুন কমিটি গঠনের ফলে দেশের বিভিন্ন জেলায় ডিসিদের সভাপতিত্বে আরও অন্তত ২০০টি কমিটি যুক্ত হয়েছে। ফলে বর্তমানে পাঁচ শতাধিক কমিটির নেতৃত্বে ডিসিদের থাকার সুযোগ রয়েছে। অন্য ক্যাডারকে পঙ্গু করে রেখে প্রশাসন ক্যাডারের ডিসিকে ৩০০টিরও বেশি কমিটির প্রধান করে রাখা হয়েছে। কীভাবে হবে দেশের ভাগ্যের পরিবর্তন?
এ নিয়ে প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ২৫টি ক্যাডারের কর্মকর্তারা অভিযোগ করেছেন যে, একজন ডিসিকে এত বেশি কমিটির সঙ্গে যুক্ত রাখার ফলে অধিকাংশ কমিটি কার্যকরভাবে কাজ করতে পারছে না। তারা প্রাসঙ্গিক বিষয়ের বিশেষজ্ঞ কর্মকর্তাদের সভাপতির দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন।
আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মুহম্মদ মফিজুর রহমানের মতে, ডিসিদের এতগুলো কমিটির দায়িত্ব দেওয়া প্রশাসনের দক্ষতা ও জনগণের সেবার মানকে প্রভাবিত করছে। তিনি বলেন, “যে কাজে যিনি অভিজ্ঞ, সেই কাজ তার অধীনেই থাকা উচিত।”
জেলা প্রশাসকগণের সভাপতিত্বে গঠিত কমিটিসমূহ
১. জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটি
২. সুষ্ঠু নৌপরিবহন ব্যবস্থা পরিচালনা সংক্রান্ত জেলা কমিটি
৩. সীতাকুন্ড মেলা কমিটি
৪. চাঁদ দেখা কমিটি
৫. স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে অনুদান বিতরণ সংক্রান্ত জেলা কমিটি
৬. কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে জেলা নৈতিকতা কমিটি
৭. সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনদের নিয়ে গঠিত জেলা কমিটি
৮. শুদ্ধাচার কমিটি
৯. ইট ভাটা পরিচালনা সংক্রান্ত কমিটি
১০. আঞ্চলিক ক্রাইসিস কমিটি
১১. জেলা রোভার স্কাউট কমিটি
১২. জেলা হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা কমিটি
১৩. মৃত/স্থায়ী অক্ষম কর্মকর্তা/কর্মচারীদের অনুদান প্রদান সংক্রান্ত কমিটি
১৪. পল্লী সঞ্চয় ব্যাংক সংক্রান্ত কমিটি
১৫. পেনশন স্কিম সংক্রান্ত কমিটি
১৬. জেলা আঞ্চলিক পরিবহন কমিটি
১৭. জেলা সড়ক নিরাপত্তা কমিটি
১৮. জেলা শিশু একাডেমী ও শিল্পকলা একাডেমী পরিচালনা কমিটি
১৯. জেলা মহিলা উন্নয়ন সমন্বয় কমিটি
২০. জেলা শিশু কল্যাণ বোর্ড
২১. খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয়ের জন্য বাজার ও ডিলার নির্বাচন জেলা কমিটি?
২২. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় রাখার লক্ষে জেলা টাস্কফোর্স কমিটি
২৩. জেলা পরিবেশ ও উন্নয়ন কমিটি
২৪. পুরাতন কাপড় আমদানিকারক নির্বাচন কমিটি
২৫. জেলা পর্যায়ে বিভিন্ন দিবস উদযাপন সংক্রান্ত কমিটি
২৬. জেলা কনডেমনেশন কমিটি
২৭. কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি
২৮. সড়ক দূর্ঘটনায় হতাহতদের নির্ভুল ও সমন্বিত পরিসংখ্যান প্রাপ্তির ক্ষতিগ্রস্থ জেলা কমিটি
২৯. জেলা রিজিওনাল টান্সপোর্ট কমিটি
৩০. এনজিও বিষয়ক জেলা সমন্বয় কমিটি
৩১. ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক জেলা সমন্বয় কমিটি
৩২. তথ্য অধিকার আইন বাস্তবায়ন জোরদারকরণে ক্ষতিগ্রস্থ গঠিত জেলা উপদেষ্টা কমিটি
৩৩. পুরাতন মালামাল / গাছ নিলাম বিক্রয় কমিটি
৩৪. মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদান সংক্রান্ত জেলা কমিটি
৩৫. সাংবাদিক/সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটি
৩৬. জেলা মানব সম্পদ উন্নয়ন কমিটি
৩৭. ওএমএস ডিলার নিয়োগ সংক্রান্ত জেলা কমিটি
৩৮. জেলা শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন কমিটি
৩৯. শুমারী ও জেলা কমিটি
৪০. অবৈধ স্থাপনা উচ্ছেদসহ পরিকল্পিতভাবে মহাসড়কগুলি সংরক্ষণের লক্ষে কমিটি
৪১. ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন জেলা কমিটি
৪২. আন্ত:ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটি
৪৩. জাতীয় কৃষি পুরস্কার মনোনয়ন জেলা কমিটি
৪৪. জেলা ক্রীড়া সংস্থা
৪৫. জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম বাস্তবায়নে জেলা কমিটি
৪৬. জেনারেশন ব্রেক থু প্রকল্পের জেলা সমন্বয় ও মনিটরিং কমিটি
৪৭. বিভিন্ন পদক প্রদান সংক্রান্ত জেলা বাছাই কমিটি
৪৮. জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি
৪৯. জেলা ও উপজেল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ব্যবহার কমিটি
৫০. জেলা পর্যায়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ সমন্বয় কমিটি
৫১. জেল কর্ণধার কমিটি
৫২. জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি
৫৩. জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল সক্রিয়করণ সম্পর্কিত জেলা কমিটি
৫৪. অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটি
৫৫. জেলা মানবিক সহায়তা কর্মসূচী বাস্তবায়ন কমিটি
৫৬. জেলা ভিজিডি কমিটি
৫৭. জেলা নিরাপদ খাদ্য কমিটি
৫৮. অভ্যন্তরীন খাদ্যশস্য সংগ্রহ সংক্রান্ত জেলা কমিটি
৫৯. জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটি
৬০. জেলা পরিবার-পরিকল্পনা কমিটি
৬১. জেলা শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালনা কমিটি
৬২. টিসিবি’র বিক্রয় পরিকল্পনা বাস্তবায়ন নির্দেশিকা-২০২২ (জেলা কমিটি)
৬৩. জেলা সার ও বীজ মনিটরিং কমিটি
৬৪. জেলা কৃষি উন্নয়ন বিষয়ক কোর কমিটি
৬৫. ক্যামিকেলের মাধ্যমে ফল পাকানো বন্ধকরণে জেলা পরিবীক্ষণ কমিটি
৬৬. জেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি
৬৭. জেলা পশুসম্পদ খাতে ক্ষুদ্র ঋণ পরিবীক্ষণ ও সমন্বয় কমিটি
৬৮. মৎস্য ও পশুসম্পদ উন্নয়ন প্রকল্পের পূর্তকাজ বাস্তবায়নে মনিটরিং কমিটি
৬৯. সমাজসেবা কর্তৃক আর্থিক সহায়তা সংক্রান্ত কমিটি
৭০. সমাজসেবা অধিদপ্তর পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা ও তদারকির জন্য ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটি
৭১. প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত জেলা কমিটি
৭২. নিউরো ডেভেলাপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা জেলা কমিটি
৭৩. জেলা বাজার মনিটরিং কমিটি
৭৪. জেলা সমাজকল্যাণ পরিষদ
৭৫. অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত জেলা কমিটি
৭৬. জেলা পর্যায়ে অবস্থিত বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি
৭৭. হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত জেলা কমিটি
৭৮. সমাজসেবার রক্ষণাবেক্ষণ, মেরামত ও সংস্কার কমিটি
৭৯. ভিক্ষুকমুক্তকরণ ও পুনর্বাসন সংক্রান্ত জেলা কমিটি
৮০. জাতীয় সমন্বিত সঞ্চয় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন কমিটি
৮১. সামাজিক নিরাপত্তা সংক্রান্ত জেলা ব্যবস্থাপনা কমিটি
৮২. পণ্য বিপণন ও মনিটরিং কমিটি
৮৩. জেলা পরিবার পরিকল্পনা কমিটি
৮৪. সরকারী শিশু পরিবার ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটি
৮৫. শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র ব্যবস্থাপনা মনিটরিং কমিটি
৮৬. বয়স্ক ভাতা বাস্তবায়ন সংক্রান্ত জেলা স্টিয়ারিং কমিটি
৮৭. বিধবা ও স্বামী নিগৃহীতা ও দুঃস্থ মহিলা ভাতা সংক্রান্ত জেলা স্টিয়ারিং কমিটি
৮৮. প্রতিবন্ধী ভাতা কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত জেলা স্টিয়ারিং কমিটি
৮৯. প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত জেলা স্টিয়ারিং কমিটি
৯০. দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুণর্বাসন কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত জেলা স্টিয়ারিং কমিটি
৯১. প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক জেলা স্টিয়ারিং কমিটি
৯২. দরিদ্য মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান সংক্রান্ত জেলা কমিটি
৯৩. চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কর্মসূচি বাস্তবায়নে জেলা কমিটি
৯৪. ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগে ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচী বাস্তবায়ন সংক্রান্ত কমিটি
৯৫. জাতীয় মানবকল্যাণ পদক জেলা বাছাই কমিটি
৯৬. মানসিক শিশুদের প্রতিষ্ঠান, পিএইচটি সেন্টার, সরকারি শিশু পরিবার (বালিকা) ও ছোটমণি নিবাস ব্যবস্থাপনা মনিটরিং কমিটি
৯৭. বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে নির্মিতব্য আবাসন জেলা কমিটি
৯৮. কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কমিটি
৯৯. জেলা যুব উন্নয়ন কমিটি
১০০. জেলা পর্যায়ে আবাসন প্রকল্প বাস্তবায়নকল্পে জেলা টাস্কফোর্স কমিটি
১০১. জেলা দুর্নীতি দমন কমিটি
১০২. জেলা কৃষি উন্নয়ন কমিটি (সার্ট)
১০৩. জেলা বাসা বরাদ্দ কমিটি
১০৪. জেলা ক্ষুদ্র ও কুটির শিল্পের বিশেষ খণ বিতরণ কমিটি
১০৫. জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি
১০৬. জেলা ফল বাগান ইজারা ও ব্যবস্থাপনা কমিটি
১০৭. বেসরকারি খাতে দুগ্ধখামার স্থাপনকল্পে উদ্যোক্তাগণকে আর্থিক সহায়তা প্রদান কর্মসূচী বাস্তবায়নের জেলা কমিটি
১০৮. স্যানিটেশন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি
১০৯. জেলা বন সংরক্ষণ কমিটি
১১০. পানি সরবরাহ ও স্যানিটেশন (WATSAN) কমিটি
১১১. জেলা আর্সেনিক নিয়ন্ত্রণ কমিটি
১১২. পল্লী জীবিকায়ন প্রকল্প-২য় পর্যায় জেলা সমন্বয় কমিটি
১১৩. যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বেসরকারী যুব সংগঠন / বেসরকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে অনুন্নয়ন খাত হতে অনুদান বিতরণ/বন্টন সম্পর্কিত সভার কমিটি
১১৪. যুব সংগঠনসমূহের প্রকল্পভিত্তিক অনুদান প্রদানের লক্ষে জেলাওয়ারী আবেদনসমূহ যাচাই-বাছাই কমিটি
১১৫. দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটি
১১৬. দলিত হরিজন ও বেদে জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে জেলা স্টিয়ারিং কমিটি
১১৭. জেলা স্থাপনা নিষ্পত্তি কমিটি
১১৮. বৃক্ষরোপণ সংক্রান্ত জেলা কমিটি
১১৯. জেলা বিএডিসি সেচ কমিটি
১২০. জাটকা ইলিশ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি
১২১. জেলা তামাক নিয়ন্ত্র টাস্কফোর্স কমিটি
১২২. জেলা যৌতুক নিরোধ কমিটি
১২৩. ১৯৭২ সালের বন আইনের ২০ ধারার বিধান মতে সংরক্ষিত বনভূমি হিসাবে ঘোষিত না হওয়া পর্যন্ত নামজারি, জমাখারিজ, রেকর্ড সংশোধন ইত্যাদি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা মনিটরিং কমিটি।
১২৪. জেলা ড্রেজার ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা কমিটি
১২৫. জেলা শিশু অধিকার ফোরাম
১২৬. একটি বাড়ী একটি খামার প্রকল্প জেলা বাস্তবায়ন ও তদারকি কমিটি
১২৭. জাতীয় সমবায় পুরস্কার সংক্রান্ত জেলা পর্যায়ে নির্বাচন কমিটি
১২৮. চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ/স্থায়ী অক্ষমতাজনিত কারণে আর্থিক অনুদানের জেলা পর্যায়ের কমিটি
১২৯. মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা প্রদান সংক্রান্ত জেলা কমিটি
১৩০. দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কমিটি
১৩১. কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল জেলা কমিটি
১৩২. আর্থিকভাবে অসচ্ছল সংস্কৃতিসেবীদের ভাতা প্রদানের নিমিত্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাছাই কমিটি
১৩৩. জাতীয় ইঁদুর নিধন অভিযান জেলা কমিটি
১৩৪. ক্রীড়াবিদ অবসর ভাতা প্রদানের যাচাই/বাছাই সংক্রান্ত কমিটি
১৩৫. জেলা যাকাত কমিটি
১৩৬. জেলা ঈমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট
১৩৭. জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি
১৩৮. ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও ফল প্রদর্শনী উদ্যাপনে জেলা কমিটি
১৩৯. জাতীয় যুব পুরস্কার সংক্রান্ত জেলা কমিটি
১৪০. আন্তঃক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটি
১৪১. ফিলিং স্টেশন ও বিক্রয় কেন্দ্রের লাইসেন্স বাতিল ও নতুন ডিলার নিয়োগ কমিটি
১৪২. দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের পুরস্কারের জন্য মনোনয়ন যাচাই-বাছাই কমিটি
১৪৩. জেলা ইজিপিপি কমিটি
১৪৪. এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন সংক্রান্ত জেলা কমিটি
১৪৫. শিশু পরিবার নিবাসীদের কর্মসংস্থান কমিটি
১৪৬. নৃ-তাত্ত্বিক (আদিবাসী) জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের জন্য জেলা কমিটি
১৪৭. প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ কর্মসূচি বাস্তবায়ন জেলা পর্যায়ে কমিটি
১৪৮. জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি
১৪৯. মাননীয় প্রধানমন্ত্রীর ঋণ কার্যক্রম বাস্তবায়ন কমিটি
১৫০. জেনারেশন ব্রেকণ্ঠ প্রকল্পের জেলা সমন্বয় ও মনিটরিং কমিটি
১৫১. ৪র্থ শ্রেণি কর্মচারীদের মধ্যে সুলভ মূল্যে খাদ্য বিক্রয়ের ডিলার নির্বাচন কমিটি
১৫২. সার, জ্বালানি ও ভোজ্য তেল পাচার রোধ টাস্কফোর্স কমিটির সভা
১৫৩. খাদ্য-শস্য, বাজার দর, পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা
১৫৪. আমন ধান সংগ্রহ করার বিষয়ে জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা
১৫৫. ডিস্ট্রিক্ট ডিসপোজাল কমিটি
১৫৬. টিসিবির স্মার্ট কার্ড বিতরণ সংক্রান্ত সভা
১৫৭. সড়ক ও মহাসড়কের ধারে পরিপক্ক গাছ কাটা এবং পুনো বনায়ন কর্মসূচী সমন্বয় ও বাস্তবায়ন কমিটি
১৫৮. স্থানীয় পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য গঠিত জেলা কমিটির সভা
১৫৯. পরিচ্ছন্ন শহর পরিচ্ছন্ন গ্রাম কর্মসূচি বাস্তবায়ন কমিটি
১৬০. যুব কল্যাণ তহবিলের অনুদানের আবেদন যাচাই-বাছাই কমিটি
১৬১. জেলা পুষ্টি সমন্বয় কমিটি
১৬২. শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচন কমিটি
১৬৩. শ্রেষ্ঠ সমবায়ী সমিতি নির্বাচন
১৬৪. ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা কমিটি
১৬৫. জেলা এতিম ভর্তি কমিটি
১৬৬. জেলা মৎস্য পুনর্বাসন কমিটি
১৬৭. পানি উন্নয়ন বোর্ডের জমি ইজারা সংক্রান্ত
১৬৮. ভূমি দারিদ্র বিমোচন ঋণদান প্রকল্প কমিটি
১৬৯. মেট্রিক পদ্ধতি বাস্তবায়ন কমিটি
১৭০. জেলা ক্যানাল মাছচাষ ব্যবস্থাপনা কমিটি
১৭১. জেলা কাবিটা সমন্বয় কমিটি
১৭২. জেলা গুদামভাড়া কমিটি
১৭৩ অভিশুদ্ধ আদায় কমিটি
১৭৪. জেলা খাদ্যক্রয় কমিটি
১৭৫. কালো ছাগল পালন কর্মসূচি সংক্রান্ত জেলা কমিটি
১৭৬. পার্ল মূল্যায়ন সমীক্ষা সমন্বয় কমিটি
১৭৭. ছাগল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দারিদ্র বিমোচন জাতীয় কর্মসূচী জেলা বাস্তবায়ন কমিটি
১৭৮. আম সংরক্ষণ ও বাজারজাতকরণ সংক্রান্ত কমিটি
১৭৯. জেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি
১৮০. সামাজিক নিরাপত্তা কমিটি
১৮১. জেলা রাজস্ব কমিটি
১৮২. জেলা ভূমি বরাদ্দ কমিটি
১৮৩. আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি
১৮৪. জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটি
১৮৫. জেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি
১৮৬. চর ভূমি সনাক্ত ও সীমানা নির্ধারণ সমন্বয় কমিটি
১৮৭. জেলা নদী রক্ষা কমিটি
১৮৮. জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি
১৮৯. জেলা কৃষি ঋণ কমিটি
১৯০. ভূ-সম্পত্তি জবর দখল বিষয়ে অভিযোগ গ্রহণ ও মনিটরিং সংক্রান্ত জেলা কমিটি
১৯১. জেলা স্থান নির্বাচন কমিটি
১৯২. অধিগ্রহণকৃত অব্যবহৃত জমি পুনঃগ্রহণ সংক্রান্ত জেলা কমিটি
১৯৩. উপজেলা ভূমি/ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ/মেরামত টেন্ডার কমিটি
১৯৪. অস্থাবর সম্পত্তি হুকুমদখল (ক্ষতিপূরণ) বিধিমালা, ১৯৯০এর ৩(১) (২) অনুসারে গঠিত কমিটি
১৯৫. জেলা সার্ভে এন্ড সেটেলমেন্ট কমিটি
১৯৬. জেলা ভূমি সংস্কার বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি
১৯৭. জেলা ওয়াকফ উন্নয়ন কমিটি
১৯৮. আন্ত:উপজেলা ফেরী/খেয়াঘাটের ইজারা ও ব্যবস্থাপনা কমিটি
১৯৯. জেলা চিংড়ি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটি
২০০. হাট-বাজার বিষয়ক কমিটি
২০১. বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জেলা পর্যায়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি
২০২. ল্যারেটরি যন্ত্রপাতি/সামগ্রী খাতে বরাদ্দকৃত অর্থছাড় সম্পর্কিত জেলা যাচাই-বাছাই কমিটি
২০৩. শিক্ষা মন্ত্রণালয়ের অনুন্নয়ন রাজস্ব বাজেটের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ও ছাত্র/ছাত্রীদের বিশেষ অনুদান মঞ্জুরি প্রদানের জেলা যাচাই-বাছাই কমিটি
২০৪. বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতি
২০৫. অর্পিত সম্পত্তি যাচাই-বাছাই কমিটি
২০৬. অপরাধী সংশোধন ও পুণর্বাসন সমিতি সংক্রান্ত জেলা কমিটি
২০৭. ঔষধের অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত এ্যকশন কমিটি
২০৮. জেলা ফরমালিন নিয়ন্ত্রণ কমিটি
২০৯. জেলা আইন-শৃঙ্খলা কমিটি
২১০. জেলা টাস্কফোর্স কমিটি
২১১. জাতীয় দিবসে কারাগারে আটক কন্দীদের মুক্তিযোগ্য কমিটি
২১২. জেলা পর্যায়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি
২১৩. জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও নিরোধ প্রচারণা কমিটি
২১৪. জেলা চোরাচালান নিরোধ সমন্বয় কমিটি
২১৫. জেলা চোরাচালান প্রতিরোধ বিষয়ক টাস্কফোর্স কমিটি
২১৬. নিষ্পত্তিযোগ্য চোরাচালান মামলাসমুহ ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা মনিটরিং সেল কমিটি
২১৭. জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি
২১৮. নারী ও শিশু পাচাররোধ সংক্রান্ত জেলা মনিটরিং কমিটি
২১৯. জেলা মানব পাচার প্রতিরোধ কমিটি
২২০. আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল কর্তৃক বিচারাধীন মামলাসমুহের ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত কমিটি
২২১. বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সমূহের জেলা মনিটরিং কমিটি
২২২. কারাগারে থাকা শিশু কিশোরদের মুক্তি বিষয়ক টাস্কফোর্স কমিটি
২২৩. জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি কমিটি
২২৪. পুলিশ ম্যাজিস্ট্রেসী কমিটি
২২৫. জেলা কারা পরিদর্শন বোর্ড
২২৬. জেলা আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটি
২২৭. চাঞ্চল্যকর ও রোমহর্ষক মামলার জেলা মনিটরিং কমিটি
২২৮. এসিড মামলা মনটরিং সেল ও জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল কমিটি
২২৯. কেস কো-অর্ডিনেশন কমিটি
২৩০. দণ্ডিত কয়েদি ও বিচারাধীন বন্দীদের মুক্তি প্রদানের লক্ষে তৈরী ও সুপারিশ করার কমিটি
২৩১. জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি
২৩২. জেলা আদালত সহায়তা কমিটি
২৩৩. কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা প্রদান জেলা কমিটি
২৩৪. জেলা রাইফেল ক্লাব কমিটি
২৩৫. কারাগারে খাদ্যের মান নিশ্চিতকরণ, ঔষধ ক্রয় ও ব্যবস্থাপনা বিষয়ক তদারকি কমিটি।
২৩৬. বিশেষ জাতীয় দিবস (২৬ মার্চ, ১৬ ডিসেম্বর, পবিত্র ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা) উপলক্ষ্যে লঘু অপরাধে দন্ডিত মুক্তিযোগ্য (অর্ধেক সাজাভোগ শেষে) বন্দি মুক্তির প্রস্তাব কমিটি।
২৩৭. মজুদ জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ও পলিথিন নিলামে বিক্রয় কমিটি
২৩৮. করাতকল লাইসেন্স প্রদানের বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য জেলা কমিটি
২৩৯. কারা বন্দিদের সহায়তা প্রদান ও সমন্বয় সাধনের লক্ষ্যে কেস কো-অর্ডিনেশন কমিটির সভা
২৪০. বেসরকারি কারা পরিদর্শন বোর্ডের ত্রৈমাসিক সভা
২৪১. রাজনৈতিকভাবে দায়েরকৃত হয়রানীমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটি
২৪২. সিনেমা হলের নিরাপত্তা, পরিচ্ছন্ন স্বাস্থ্যকর পরিবেশ ও অগ্নি নিরাপত্তা বিষয়ক টাস্ক ফোর্স
২৪৩. ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত কার্যক্রম গ্রহণে জেলা পর্যায়ে সমন্বয় কমিটি
২৪৪. জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কমিটি
২৪৫. মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জেলা মনিটরিং কমিটি
২৪৬. সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত জেলা কমিটি
২৪৭. সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রাধিকার ভিত্তিতে মেরামত ও সংস্কারের তালিকা প্রণয়নের জন্য গঠিত জেলা কমিটি
২৪৮. জেলা উপানুষ্ঠানিক শিক্ষা কমিটি
২৪৯. উন্নতমানের বিজ্ঞান ল্যাব স্থাপনে ক্ষতিগ্রস্থ বিদ্যালয় সিলেকশন কমিটি
২৫০. জেলা পর্যায়ের স্কুল সমূহের জন্য ম্যানেজিং কমিটি
২৫১. মাধ্যমিক স্তরে বিনামূল্যের পাঠ্যপুস্তক গ্রহণ, সংরক্ষণ ও বিতরণ কমিটি
২৫২. সৃজনশীল মেধা অন্বেষণে যাচাই বাছাই কমিটি
২৫৩. জেলা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পরিচালনা কমিটি
২৫৪. জেলা প্রাথমিক বিদ্যালয়ের আন্ত:ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটি
২৫৫. জাতীয় প্রাথমিক শিক্ষা পদক জেলা কমিটি
২৫৬. বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট সম্পর্কিত জেলা কমিটির রূপরেখা। বঙ্গবন্ধু গোল্ডকাপ
২৫৭. প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী সকল শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি ও বিদ্যালয়ে আনয়ন নিশ্চিতকরণের লক্ষে জেলা টাস্কফোর্স কমিটি
২৫৮. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা পরিচালনা কমিটি
২৫৯. সকল নার্সারী/ প্রিপারেটরী কিন্ডারগার্ডেন যাচাইক্রমে করণীয় নির্ধারণপূর্বক সুপারিশ প্রণয়নের জন্য টাস্কফোর্স কমিটি
২৬০. সরকারি, বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব জায়গায় অবস্থিত ঝড়ে পড়া বা কোন কারণে পুরানো গাছ নিলামে বিক্রয় কমিটি
২৬১. বেসরকারি স্কুল, স্কুল এন্ড কলেজ শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত জেলা কমিটি
২৬২. জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি
২৬৩. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জেলা পর্যায়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি
২৬৪. জেলা পর্যায়ে অবস্থিত হোমিওপ্যাথিক কলেজের কমিটি
২৬৫. সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রাধিকার ভিত্তিতে মেরামত ও সংস্কারের তালিকা প্রণয়ন কমিটি
২৬৬. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জৈষ্ঠ্য প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বাছাই সংক্রান্ত কমিটি
২৬৭. শিশু কল্যাণ ট্রাস্ট এর পরিচালিত জেলা সদরে অবস্থিত বিদ্যালয় পরিচালনা কমিটি
২৬৮. মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের আঞ্চলিক জেলা মনিটরিং কমিটি
২৬৯. শিক্ষক নিবন্ধন পরীক্ষা পরিচালনা সংক্রান্ত কমিটি
২৭০. এসএসসি ও এইসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত কেন্দ্র কমিটি
২৭১. জেলা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন কমিটি
২৭২. রাজস্ব খাতে সরকারী শিক্ষা প্রতিষ্ঠান, নতুন ভবন নির্মাণ, সম্প্রসারণ, মেরামত ও সংস্কার কাজ এবং আসবাবপত্র প্রস্তুত ও সরবরাহ কাজের যাচাই কমিটি
২৭৩. শিক্ষা মন্ত্রণালয়ের ৩১.০১.১৯৯৬ খ্রি. তারিখে প্রকাশিত পরিপত্র মোতাবেক কনডেমেনশন কমিটি
২৭৪. সকল নার্সারি/প্রিপারেটরি/কিন্ডারগার্টেন যাচাইক্রমে করণীয় নির্ধারণপূর্বক সুপারিশ প্রণয়নের জন্য জেলা টাস্কফোর্স কমিটি
২৭৫. বেসামরিক প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জেলা যাচাই কমিটি
২৭৬. জেলা ব্রান্ডিং বাস্তবায়ন কমিটি
২৭৭. সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক অবহিতকরণ সভা
২৭৮. মানসম্মত শিক্ষা, জনসেবা ও দুর্নীতি বিরোধী কর্মসূচী বাস্তবায়ন সংক্রান্ত কমিটি
২৭৯. বিএম ইনস্টিটিউট পরিচালনা কমিটির সভা
২৮০. জেলার শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান বাছাই কমিটি
২৮১. জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কমিটি
২৮২. জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স
২৮৩. জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটি
২৮৪. গ্রামপুলিশদের পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি সরবরাহের দরপত্র মূল্যায়ন কমিটি
২৮৫. জেলা পরিষদের ব্যবহারের অনুপোযোগী ভবনাদি/আসবাবপত্র/অন্যান্য মালামাল (যানবাহন ব্যতীত) পরিত্যক্ত ঘোষণাকারী জেলা কনডেমনেশন কমিটি
২৮৬. উপজেলা পরিষদের মালিকানাধীন ব্যবহারের অনুপোযোগী সরকারি ভবনাদি/আসবাবপত্র/অন্যান্য মালামাল পরিত্যক্ত ঘোষণাকারী জেলা কনডেমনেশন কমিটি
২৮৭. পৌরসভার মালিকানাধীন ভবনাদি/আসবাবপত্র/অন্যান্য মালামাল পরিত্যক্ত ঘোষণাকারী জেলা কনডেমনেশন কমিটি
২৮৮. ইউনিয়ন পরিষদের মালিকানাধীন সরকারি ভবনাদি/আসবাবপত্র/অন্যান্য মালামাল পরিত্যক্ত ঘোষণাকারী জেলা কনডেমনেশন কমিটি
২৮৯. স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সকল দপ্তর/সংস্থাসমূহের যানবাহন অকেজো ঘোষণা সংক্রান্ত উপ-কমিটি
২৯০. শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচন কমিটি
২৯১. জেলা আইসিটি বিষয়ক কমিটি
২৯২. জেলা ইনোভেশন কমিটি
২৯৩. জনপ্রশাসন পদক সংক্রান্ত জেলা যাচাই-বাছাই কমিটি
২৯৪. স্মার্ট বাংলাদেশ পুরস্কার সংক্রান্ত জেলা বাছাই কমিটি
২৯৫. চট্টগ্রাম বীচ ম্যানেজমেন্ট কমিটি
২৯৬. চট্টগ্রাম জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটি
২৯৭. মৎস্য হেরিটেজ বাস্তবায়ন কমিটি
২৯৮. চট্টগ্রাম জেলার ইউনিয়ন পরিষদসমূহে ইউপি সচিব ও হিসাব সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ সংক্রান্ত কমিটি
২৯৯. চট্টগ্রাম জেলার সীতাকুন্ড ও মীরসরাই উপজেলাধীন বড় দারোগারহাট বাজার ইজারা কমিটি
৩০০. মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা) চিহ্নিতকরণ জেলা টাস্কফোর্স কমিটি
৩০১. জেলা লবণ মহাল কমিটি
৩০২. জেলা আধা-নিবিড় চিংড়ি চাষ কমিটি