প্রথম পাতা » কবিতা » বিড়াল ও ইঁদুর ছানা

বিড়াল ও ইঁদুর ছানা

Cat and Rat

একটা ঘরে একটা বিড়াল
একটা ইঁদুর মিলে
ঘরের সকল খাবারগুলো
খাচ্ছিলো বেশ গিলে।

বিড়াল বেটা এটা—ওটা
সামনে যা—ই পায়
ইঁদুর ও তার ছানা নিয়ে
ভাগ করে সব খায়।

ইঁদুর ছানা তাধিন ধিনা
তিড়িং বিড়িং নাচে
এমনি তারা ভালোই আছে
বিড়াল নানার কাছে।

ইঁদুর ভাবে বিড়াল আবার
খাবে কী তার ছানা
এমন মধুর বাঁধন তাদের
ভাবতেও তা মানা!!

বিড়াল ভাবছে ছানাগুলো
রিষ্টপুষ্ট হলে—
পাশের বাড়ির হুলো’কে নিয়ে
খাবে ওদের গিলে।

ক’দিন বাদে বিড়াল এলো
হুলোটাকে নিয়ে
টের পেয়ে তাই ইঁদুরগুলো
ঢুকলো গর্তে গিয়ে।

সেই যে গেল আর আসে না
প্রিয় ইঁদুর ছানা
তাদের আশায় রইলো বসে
হুলো বিড়াল নানা।।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

S M Mukul
এস এম মুকুল
লেখক-কলামিস্ট, হাওর ও কৃষি অর্থনীতি বিশ্লেষক

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *