তোমার ইনবক্স ছিল
আমার ব্যক্তিগত ডায়েরি
যেখানে জমা রাখতাম সুখ-দুঃখ নির্ভয়ে।
ভাবিনি কভু বাজেয়াপ্ত হবে তা
শুধু আমার তরে নিষিদ্ধ।
একবুক বিশ্বাসের চুক্তিতে
প্রকাশ করেছিলাম
সবই হলো ব্যর্থ!
এখন সিক্ত নয়নে পাণ্ডুলিপির পানে
চেয়ে থাকি।
বুকে আশার জাল বুনি
আমার নির্দোষ ডায়েরিটা কি
মুক্তি পাবে?