বাংলাদেশকে মায়ের মতো আগলে রাখে সুন্দরবন
প্রাকৃতিক দুর্যোগের হাত হথেকে এই সুন্দরবনই বাংলাদেশকে রক্ষা করে আসছে। একথা বিনা হিসেবেই বলা যায় যে, সুন্দরবনের প্রাকৃতিক বলয় শক্তি ধ্বংস করলে— বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। এই সুন্দরবন না থাকলে ঝড়—ঝঞ্ঝা, জলোচ্ছাস, সাইক্লোন, আইলা, সিডর কোনো কিছু থেকেই বাংলাদেশের মহাবিপর্যয়কে ঠেকানো যেত না। অন্যভাবে যদি বলা যায়, প্রাকৃতিক
পুরোটা পড়ুন