শৈশবকাল কত মজার
থাকি সবার আদরে
কত কত মজার খাবার
খেয়ে নেই আমি পেট ভরে।
কাজ নেই কোন সারাদিনে
গান গাই আর ফুল কুড়াই
বাবা কত খেলনা আনে
সেগুলো দিয়ে খেলে বেড়াই।
গাছের বড় ফলটি আমার
নতুন নতুন জামা পাই
আমি নাকি ময়না সবার
আমার কোন চিন্তা নাই।
ইদে সালামি দেয় সবাই
আমি সবার চোখের মণি
পাশের বাড়ির ছেলে কানাই
তার কিছু নেই তাই জানি।
একটি জামা এবার তবে
তাকে আমি চাই দিতে
সে যে অনেক খুশি হবে
আমিও খুশি হব তাতে।
শৈশব ভালো কাটুক সবার
মনে প্রাণে দোয়া করি
বড় হয়ে দেখি আবার
কী বা করতে পারি।