তার তুলনা হয় না।
সোনার খনি, হীরার খনি
টাকার পাহাড়, আর—
বিশাল বাড়ি, অট্টালিকা
সবই মানে হার।
দেখতে কালো, লম্বা, খাটো?
কথা হাসি, আর—
তার চোখেতে মায়ার যাদু
নেই তুলনা যার।
তার হাসিতে মন ভরে
তার আদরে জুড়ায় গা,
ডাক শুনে তার শান্তি ঝরে
সে যে আমার প্রিয় মা।