প্রথম পাতা » কবিতা » বালিকার জন্য ভালোবাসা

বালিকার জন্য ভালোবাসা

We

বালিকা, আমার সঙ্গে ফুল কুড়োবি? আঁচল ধরবি মেলে
তোর আঁচলা ঝোলা ভরিয়ে দেবো অযুত নিযুত ফুলে।
ঘ্রাণ-গন্ধ নিবি শুখে শুখে গালে মাখবি ফুলের রঙ
তোর বুকের মন্দিরেতে প্রেমের ঘণ্টা বাঁজবে ঢং ঢং।

বালিকা, আমার সঙ্গে হাঁটতে যাবি? তেপান্তরের মাঠে
নদীঘেঁষা আল বিছানো পথটি জুড়ে দুর্বা ঘাসের হাটে।
জল জুড়ানো শীতল হাওয়া, কাশফুলেদের নরম ছোঁয়া,
নিশীথ রাতের জোনাকিপোকা, হাওয়ায় হাওয়ায় দোলে
ফুটবে আমার প্রেমের মুকুল তোর হৃদয় বৃক্ষ’র ডালে।

বালিকা, আমার সঙ্গে অরণ্যে যাবি? গহন বনের ধারে
সমাজ-ধর্ম, বিধির-বর্ম তুচ্ছ করে শুদ্ধ প্রেমের জোরে।
দেখবো তোকে মুগ্ধচোখে, চেয়ে আমায় দেখিস তুই
আমরা দু’জন একই একক, নেই তো রে আর দুই।
আমার পাশে বসে ভালোবেসে হাতে রাখিস হাত
কাটিয়ে দেবো অসংখ্য দিন, অনন্ত অনেক রাত।

বালিকা, আমার সঙ্গে স্নানে যাবি? দূর সাগরের পাড়
তটে কাটিয়ে দেবো ক্লান্ত বিকেল, পিছ করে পাহাড়।
উতল উথল ঢেউয়ের তানে, ডুবতে বসা বেলার গানে
ঋদ্ধ হবো আমরা দু’জন, করে প্রেমের জলে স্নান।
ঝাউবনেরা উঠবে হেসে, জোনাকিরাও ভালোবেসে
বলবে ডেকে সব পাখিদের, গাও ভালোবাসার গান।

বালিকা, আমার সঙ্গে বৃদ্ধ হবি? থুরত্থুরে এক বুড়ো
বসন্ত দিনের শেষে ঝরা শিমুল ভালোবেসে
কুড়িয়ে নিয়ে বলবো তোকে, ‘দ্যাখো কী এনেছি! ধরো।’

১২ ফেব্রুয়ারি, ২০২২। জাদুনগর।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

রাজু অনার্য
রাজু অনার্য
কবি, গল্পকার ও লোকসাহিত্য গবেষক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে ঐ বিশ্ববিদ্যালয়েই পিএইচ,ডি গবেষণা করছেন লোকসাহিত্য বিষয়ে। প্রকাশিত গ্রন্থ: কাব্য: লাশের মিছিল, অসামাজিক পদাবলী, ঈশ্বরের প্রেমিক ও জেগে ওঠো বিবশ বিবেক। অনুবাদ গল্প সংকলন: বোকাই চাচার ঘোড়া ভাড়া। সম্পাদনা: বঙ্গবন্ধু ও বাংলা লোকসঙ্গীত, শাহ আজাহার ও তাঁর গান, বাউলতত্ত্ব ও ওস্তাদ মফিজ দেওয়ানের গান। গবেষণা: বাউলতত্ত্ব ও বাউল শব্দকোষ। ছড়া: স্বর্ণার ভুটকো ছাগল, ইত্যাদি।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *