প্রথম পাতা » কবিতা » একজন পেটি বুর্জোয়ার ‘মে দিনের কবিতা’

একজন পেটি বুর্জোয়ার ‘মে দিনের কবিতা’

May Day

আজ আমি কোনো ফুলের ছবি দেব না

আমার চারপাশ পাথরসমান ক্ষোভ

আজ আমি ভাতঘুমে যাব না

আমার চারপাশে অগণিত ক্ষুধার্ত মুখ

আজ আমি কোনো লিরিক লিখব না

আমার চারপাশে শ্রমজীবীর ট্রাজিক শোক

আজ আমি বসন্তের গান করব না

আমার চারপাশ কালবোশেখীর স্রোত

আজ আমি রাজরাজরার গল্প লিখব না

আমার চারপাশে মেহনতির মর্সিয়া চোখ

আজ আমি ভোরের দোয়েলের ছবি আঁকব না

আমার চারপাশে শকুনের বিদীর্ণ নখ

আজ আমি কী করব তবে?

আজ আমি ফিরে যাবো শিকাগো শহরে

শ্রমিকের মিছিলে, স্লোগানে স্লাোগানে রাজপথ

প্রকম্পিত করে অধিকার চাইব। আজ আমি রক্তের বদলার শপথে ভাসব। গানে কবিতায় নাটকে শ্রমিক শোষণের প্রতিকার চাইব। স্টুপিড পুঁজিবাদী বাস্টার্ড মালিক শ্রেণির পিণ্ডি ভাঙব হেঁসেলের লৌহখণ্ডে। আজ আমি নজরুল সাজব- কারার ঐ লৌহ কপাট…

আজ আমি লাল কালির আঁচরে লিখব- দুনিয়ার মজদুর এক হও…! উন্নত শির এক বিদ্রোহী সৈনিকের মতো নিপীড়িত শ্রমিকদের উদ্দেশে জানাবো হৃদয়নিংড়ানো আমার লাল সালাম!

তারপর মে দিন চলে গেলে শ্রমিকের গোয়ায় ঢালব লাল আগুন!!!

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Sujon Hamid
সুজন হামিদ
জন্ম: ২৯ মার্চ, ১৯৮৭ খ্রি., শেরপুর জেলার সীমান্তবর্তী গ্রাম তাওয়াকুচায়। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পারিবারিক জীবনে তিন পুত্র আরিয়ান হামিদ বর্ণ, আদনান হামিদ বর্ষ এবং আহনাফ হামিদ পূর্ণকে নিয়ে তাঁর সুখের সংসার। একসময় থিয়েটারে যুক্ত থেকেছেন। রচনা, নির্দেশনা ও অভিনয় করেছেন অনেক পথনাটকে। মুক্তিযুদ্ধের মহান আদর্শকে লালন করেন হৃদয়ে। স্বপ্ন দেখেন বৈষম্যহীন সমাজ বিনির্মাণের। গ্রন্থ: বাংলা ভাষা ও সাহিত্যের জ্ঞানগ্রন্থ 'বাংলাকোষ'(২০২১)।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *