প্রথম পাতা » কবিতা » কাব্যময়তা

কাব্যময়তা

Couple- Love Bird

কিছু স্মৃতি জমা হোক এলোমেলো চলায়, 
বাকি স্মৃতি ঝরে যাক, না বলা বেলায়।  ‌‌ 

এভাবে হয়ে উঠুক আলপথের প্রেম- 
কেউ প্রেমিকা হলে ছেলেটা হবে শ্যাম। 

ক্রিং ক্রিং শব্দে হোক বেলকনির পাশে- 
দুজনে কথা হোক ইশারা আর শ্বাসে। 

মিশে যাক মায়াটুকু কবিতা আর গানে 
প্রেমিকারা বেঁচে থাক প্রেমিকের মনে। 

যতটুকু ভালোবাসা রয়ে যায় বাকি
সেটুকু ভালোবাসা নয়, নিঘাত ফাঁকি।

১২ জুন ২০২০ ইংরেজি

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Rudra Sushanta
রুদ্র সুশান্ত
জন্ম-চট্টগ্রামে একটি গ্ৰামে, যেখানে সবুজ আর পাহাড়ের মিতালী একত্রে ভালোবাসার বহিঃপ্রকাশ করে। পৈত্রিক নামে-ই লেখালেখি, লিখতে এসে সার্টিফিকেটের নাম বদল হয়নি। বেড়ে ওঠা গ্রাম এবং শহরের সংমিশ্রণ একটা পরিবেশে, শহরের শক্ত ইট-পাথরের কানাঘুষা আর আর্তনাদ জীবনের প্রতিচ্ছবি হয়ে আছে। বর্তমানে বসবাস ঢাকা শহরে।ইমেইল এড্রেস- [email protected]প্রকাশিত বইগুলো-১. বঙ্গদেশে স্বর্গবাস (কাব্যগ্রন্থ) প্রকাশকাল- একুশে বইমেলা, ২০১৬ ইংরেজি। ‌২ হাড্ডু মামার ছড়া (ছড়াগ্রন্থ) প্রকাশকাল- সেপ্টেম্বর ২০১৭ ইংরেজি।৩ চন্দ্রাবতীর সাতকাহন (কাব্যগ্রন্থ) প্রকাশকাল- একুশে বই মেলা ২০১৭ ইংরেজি৪ গণতান্ত্রিক বেদনা (গল্পগ্রন্থ) প্রকাশকাল- একুশে বইমেলা ২০১৮ ইংরেজি

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *