কাব্যময়তা
কিছু স্মৃতি জমা হোক এলোমেলো চলায়, বাকি স্মৃতি ঝরে যাক, না বলা বেলায়। এভাবে হয়ে উঠুক আলপথের প্রেম- কেউ প্রেমিকা হলে ছেলেটা হবে শ্যাম। ক্রিং ক্রিং শব্দে হোক বেলকনির পাশে- দুজনে কথা হোক ইশারা আর শ্বাসে। মিশে যাক মায়াটুকু কবিতা আর গানে প্রেমিকারা বেঁচে থাক প্রেমিকের মনে। যতটুকু ভালোবাসা রয়ে যায় বাকিসেটুকু ভালোবাসা নয়, নিঘাত ফাঁকি।১২ জুন
পুরোটা পড়ুন