তুই এখানে থাক,
আমি চলে গেলাম– ডাক শুনবি তুই।
বুদ্ধ শ্মশানে মাঝ রাতে ফিনিক্স পাখির মতো আমি তোর নাম ধরে ডাকবো।
ভালো থাকিস্ তবে।
আমার প্রস্থান মানে শুধু শারীরিক বিদায়,
আমার অস্থিত্ব অর্পিত থাকবে তোর সর্বাঙ্গে, ঠাসা দেহে।
এইটুকু বুঝে থাকলে তুই আমায় ফিরাবি।
নতুবা তোর কাম ছিলো আমাতে, প্রেম নয়।
এটাকে বিদায় বলিস নাহ, বল্- “তোর অজ্ঞতা, তোর অবহেলা।
চলে যাই, যাবার কথা বলেছি যবে।”
ভালো থাকিস্ তুই, তবে।
২৮ এপ্রিল ২০১৮ ইং