নিতান্ত মধ্যরাত্রি শেষে, একটি পাখি ডাক দিয়ে যায়,রাত শেষ হয়ে এলো ভোর নেমে গেছে, শিশির-নিমগ্ন ধরায়।ঢেকে যাওয়া কুয়াশা একটু পর মেখে নিবে রৌদ্র,কুয়াশা আর মেঘের চলবে বিরতিহীন যুদ্ধ, দেখা যাবে মহামতি সূর্য,কখনো সাদা কখনো নীল হবে আকাশ।এখানেই, এই নিরুপম বাংলাকে ভালোবেসে পৃথিবীর দ্বিমাত্রিক প্রকাশ।মজুর কর্মে ছুটছে, চাদর পরে যাবে, ঘাম
পুরোটা পড়ুনরুদ্র সুশান্ত এর ব্লগ
আগে গরু ঘোড়া টানতো মানুষ, এখন মানুষ টানে মানুষ- রিক্সায়। আমরা এতটুকু সভ্য হতে পেরেছি।
আমার ব্লগে আপনাকে স্বাগতম
আমি মোট পোস্ট করেছি: 7 টি
লিখছি December 2022 থেকে
বিষয় অনুযায়ী দেখুন
কবিতা (7)তোমাকে ধান শালিকের দেশে নিয়ে যাবো
তোমাকে একবার ধান শালিকের দেশে নিয়ে যাবো কুমুদিনী ।তারপর তোমার গালের পরতে পরতে মেখে দিবো ধানের ক্ষেতে তামাটে রোদের ঢেউ,প্রান্তিক নগরীর রাজপথ ছুঁয়ে ধীরে ধীরে হেঁটে যাবো হিজল বনের দিকেতখন রোদ গড়াবে বিকেলের বারান্দায়সবুজ গাছের পাতায় পাতায় চুম্বন এঁকে দেহ বেয়ে নেমে আসবে বিকালের শান্ত রৌদ্র রস,তুমি পলক তুলে দেখলে
পুরোটা পড়ুনমন খারাপের দিনেবৃষ্টি আনো ডেকে।বাড়ির সবাই মিলেজল খাবো আজ ছেঁকে।টিনের চালে বৃষ্টি হবেঝরঝরিয়ে জল গড়াবে-বৃষ্টি মাথায় ছাতা দিয়েকলকলিয়ে গল্প হবে।
পুরোটা পড়ুনঅনেকদিন পর, দীর্ঘদিন দীর্ঘ রজনী কেটে গেছে তুমিহীন,চলন্ত ট্রেন, একটি বগি, মোচড় দিয়ে বেজে উঠল হৃদয়বীণ।আজকে হঠাৎ মুখোমুখি, অযুত নিযুত চাপাপড়া কষ্টশ্রাবণ মেঘের মতো দীর্ঘশ্বাস ভেসে উঠল স্পষ্ট।আমাকে পরিবারে শিখিয়েছিল বেঁচে থাকতে, আর সমাজ শিখিয়েছে কিভাবে মরতে হয়,মুখোমুখি বসে আছি অথোচ কোন কথা নেই। কি চমৎকার নিদারুণ ভয়!চোখ-কান-জিব্বা-নাসিক- ত্বক পঞ্চ
পুরোটা পড়ুনসত্য অসত্যের মাঝে লোপ করি সীমা
প্রেমিকার মতো ঠোঁট, পৃথিবীর ওষ্টে চলে ষড়যন্ত্র-আমাদের কবিতারা কথা কয়না,ভালোবাসার আয়না সবুজ ঘাসে সূর্যের মতো নরম পায়ে হাঁটে-দূর্বাদল কার্তিক মাসের গহীন রাতে গণতন্ত্র ছুঁয়ে নিমজ্জিত হয় মদের গ্লাসে।তারপর অনেক চড়াই-উতরাই পেরিয়ে জলপরীর মতো আসে নির্বাচন।আমার কথা তোমার কথা কারো থাকে না মনে,কেউ কেউ গোপনে, আবার কেউ সংগোপনেকেউ চলে ঢেউয়ে ঢেউয়েআমাদের
পুরোটা পড়ুনকিছু স্মৃতি জমা হোক এলোমেলো চলায়, বাকি স্মৃতি ঝরে যাক, না বলা বেলায়। এভাবে হয়ে উঠুক আলপথের প্রেম- কেউ প্রেমিকা হলে ছেলেটা হবে শ্যাম। ক্রিং ক্রিং শব্দে হোক বেলকনির পাশে- দুজনে কথা হোক ইশারা আর শ্বাসে। মিশে যাক মায়াটুকু কবিতা আর গানে প্রেমিকারা বেঁচে থাক প্রেমিকের মনে। যতটুকু ভালোবাসা রয়ে যায় বাকিসেটুকু ভালোবাসা নয়, নিঘাত ফাঁকি।১২ জুন
পুরোটা পড়ুনতুই এখানে থাক,আমি চলে গেলাম-- ডাক শুনবি তুই।বুদ্ধ শ্মশানে মাঝ রাতে ফিনিক্স পাখির মতো আমি তোর নাম ধরে ডাকবো।ভালো থাকিস্ তবে।আমার প্রস্থান মানে শুধু শারীরিক বিদায়,আমার অস্থিত্ব অর্পিত থাকবে তোর সর্বাঙ্গে, ঠাসা দেহে।এইটুকু বুঝে থাকলে তুই আমায় ফিরাবি।নতুবা তোর কাম ছিলো আমাতে, প্রেম নয়।এটাকে বিদায় বলিস নাহ, বল্- "তোর অজ্ঞতা,
পুরোটা পড়ুন