প্রথম পাতা » কবিতা » আমাকে ভুলে যেও প্রিয়তমা

আমাকে ভুলে যেও প্রিয়তমা

darling

আমাকে ভুলে যেও প্রিয়তমা, ক্ষতি নেই;
তুমি আমাকে ভুলে যেও।

তোমার নাকের ডগায় জমা ঘাম মোছার মত
তোমার ভেজা বসন নিংড়ে ঝরানো জলের মত
পিচ করে ফেলা তোমার আরষ্ট জিহ্বায় জমা লালার মত
চুমুতে সিক্ত তোমার পেলব ঠোঁট শুকানোর মত নীরবতায়
তুমি আমাকে ভুলে যেও আমার প্রিয়তমা, কোন ক্ষতি নেই।

ধ্যানী বকের সহসা নিক্ষিপ্ত গলার ক্ষিপ্রতায়,
দুরন্ত বাতাসে গোত্তা খাওয়া ঘুড়ি’র দ্রুততায়
তুমি আমাকে ভুলে যেও;
হেমন্তে ভরা ফসলের মাঠ শূণ্য হওয়ার নিবীরতায়
তুমি আমাকে ভুলে যেও;
ফুলের রেণুমেখে ঝরা শিশিরের নৈঃশব্দতা মেখে
তুমি আমাকে ভুলে যেও;
দমকা হাওয়ায় মাখা হাস্নাহেনার একপশলা গন্ধের মত
তুমি আমাকে ভুলে যেও;
রাতের আকাশে হঠাৎ খসে যাওয়া তারার মত
তুমি আমাকে ভুলে যেও আমার প্রিয়তমা, কোন ক্ষতি নেই।

প্রিয়তমা আমার, তুমি আমাকে ভুলে যেও কোন ক্ষতি নেই।
ভুলে যেও প্রেম, স্পর্শ, চুম্বন, সঙ্গমের মোহাবিষ্ট সুখ;
ভুলে যেও উপেক্ষা, ঘৃণায়- হৃদয়ের সবটুকু আর্তনাদ;
ভুলে যেও ভালবাসায় জমানো সবটুকু অভিমান;
ভুলে যেও হৃদয়-হৃদয়ে লেখা সবগুলো চিঠি;
ভুলে যেও ভুল সুরে গাওয়া ভালবাসার গান;
পায়ে দ’লে মুছে ফেল সবটুকু স্মৃতি; ধূসর, নীরব।
কোন ক্ষতি নেই, প্রিয়তমা আমার।

অর্পিতা, প্রিয়তমা আমার; আমাকে ভুলে যেও তবুও
ভুল না তুমি বকুল তলা, শস্যের ক্ষেত, গ্রামের হাট।
ভুল না তুমি পাখির গান, নদীর স্রোত, দোয়েলের শিস।
ভুল না তুমি গাছের ছায়া, নিবীর সবুজ, মেঠোপথে ঘাস।
ভুল না তুমি ভোরের শিশির, জোনাকি ভীর, ঝোঁপের ঝিঁঝিঁ।
ভুল না তুমি রাতের জ্যোৎস্না, আকাশের চাঁদ, একফালি রোদ।

আমাকে ভুলে যেও প্রিয়তমা আমার, কোন ক্ষতি নেই
ভুল না কেবল প্রথম গোলাপ; যৌথ খামারে ফোটা স্বপ্নের ফুল।

১২ জুন, ২০২০ । ফরিদপুর।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

রাজু অনার্য
রাজু অনার্য
কবি, গল্পকার ও লোকসাহিত্য গবেষক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে ঐ বিশ্ববিদ্যালয়েই পিএইচ,ডি গবেষণা করছেন লোকসাহিত্য বিষয়ে। প্রকাশিত গ্রন্থ: কাব্য: লাশের মিছিল, অসামাজিক পদাবলী, ঈশ্বরের প্রেমিক ও জেগে ওঠো বিবশ বিবেক। অনুবাদ গল্প সংকলন: বোকাই চাচার ঘোড়া ভাড়া। সম্পাদনা: বঙ্গবন্ধু ও বাংলা লোকসঙ্গীত, শাহ আজাহার ও তাঁর গান, বাউলতত্ত্ব ও ওস্তাদ মফিজ দেওয়ানের গান। গবেষণা: বাউলতত্ত্ব ও বাউল শব্দকোষ। ছড়া: স্বর্ণার ভুটকো ছাগল, ইত্যাদি।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *