১৯৮৪ সালে চক্ষু সংগ্রহের কাজ শুরুর পর সন্ধানী চক্ষুদান সমিতি’র মাধ্যমে মরণোত্তর চক্ষু দান করার মৌখিক অঙ্গীকারাবন্ধ হয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ছাড়াও মরণোত্তর কর্নিয়া দানের জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অভিনেত্রী সারা যাকের, সুবর্ণা মুস্তফা, কণ্ঠশিল্পী মেহরীন, কৃষ্ণকলি, অভিনেতা আরিফিন শুভসহ এ পর্যন্ত মোট ৩৬ হাজার মানুষ।
আপনিও মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে নিজেকে অন্যের কল্যাণে কাজে লাগাতে পারেন। যোগ দিন এই ফেইসবুক গ্রুপেঃ facebook.com/groups/chokkhudaan