প্রথম পাতা » কবিতা » কাকভেজা প্রেম

কাকভেজা প্রেম

Couple- Love Bird

এই যে শুনছেন আমি আসলে আপনাকেই বলছি
আপনি ছাড়া অন্য কাউকে নয়
হ্যাঁ আপনাকেই
আমার যে আপনাকেই বলতে হবে এমনকি আপনার ফটোকপি হলেও চলবে না
ঠিক আপনার মতন এরকম বৃষ্টি ভেজা লোক
দেখতে কাকের মতন নিরিহ বালক
অথবা নুলো ভিখিরি আর প্রচন্ড প্রেমিক
জ্বি আপনাকেই বলছি
প্রতিবার “ভালোবাসি” বলতে গিয়ে আপনি বলে
ফেলেন –
আপনাকে কী যেনো বলতে চেয়েছিলাম
বিশ্বাস করুন আমি না সত্যিই ভুলে গেছি

হ্যাঁ আপনাকেই বলছি যিনি ভালোবাসার কথা
বলতে ভুলে গেলেও ভালোবাসতে একটুও ভুল করে না

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *