প্রথম পাতা » বাণী » যে চাওয়া মাত্রই পায়, সে দুর্ভাগা। ইচ্ছা দমন করতে না শিখে কেউ সুখী হতে পারে না

যে ছেলে চাবামাত্রই পায়, চাবার পূর্বেই যার অভাব মোচন হতে থাকে; সে নিতান্ত দুর্ভাগা। ইচ্ছা দমন করতে না শিখে কেউ কোনকালে সুখী হতে পারে না

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *