প্রথম পাতা » বাণী » কিছু সে চায়নি তবু, চেয়েছে সে সবচেয়ে বেশি-একখানা গৃহ নয় সারাটা পৃথিবী

মুগ্ধ চোখে চেয়ে চেয়ে থেকেছে সে পৃথিবীর বয়সের দিকে,
আলো আর আঁধারের দিকে, বৃত্তাবদ্ধ জীবনের দিকে।
কিছু সে চায়নি তবু, চেয়েছে সে সবচেয়ে বেশি-
একখানা গৃহ নয় সারাটা পৃথিবী

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *