প্রথম পাতা » বই » “লাভ অ্যান্ড রেস্পেক্ট” – ড. এমারসন এগারিচেস। (বুক রিভিউ)

“লাভ অ্যান্ড রেস্পেক্ট” – ড. এমারসন এগারিচেস। (বুক রিভিউ)

Love & Respect

স্ত্রী বলছে–“আমার পরার মতো কোনো পোশাক নেই।” (আসলে সে বোঝাতে চেয়েছে তার নতুন কোনো পোশাক নেই।)

স্বামী বলছে–“আমার পরার মতো কোনো পোশাক নেই।” (আসলে সে বোঝাতে চাইছে,তার কোনো পোশাকই পরিষ্কার নেই।)

[উপরিউক্ত কথোপকথনটি ছিলো এক দম্পতির বাইরে বেরোনোর আগে পোশাক পরিবর্তনের সময়কার]

ওপরের কথার মাঝে বিপজ্জনক কিছু ছিলো না বলে হয়তো সেই দম্পতির মধ্যে ঝগড়া লাগেনি।

এজন্য ❝সাংকেতিক ভাষার ব্যবহার❞ জানা খুব তাৎপর্য বহন করে দাম্পত্য জীবনে।

বায়োলজিকালি নারী ও পুরুষের মনোজগৎ ভিন্ন ভিন্ন ভাবে কাজ করে বিধায় দুজনের মধ্যে প্রায়শই সৃষ্টি হয় অনাকাঙ্ক্ষিত দূরত্বের।

দুজন একই জিনিস বলে,কিন্তু তাদের চাওয়া আলাদা ভিন্নকিছু।

“Love & Respect” বইটিতে ড.এমারসন এগারিচেস খুব সচেতনভাবে “ভালোবাসা এবং শ্রদ্ধা” কে হাইলাইট করেছেন।

শ্রদ্ধা পুরুষের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে, একটি জাতীয় জরিপে ৪০০ পুরুষকে ২ টি নেতিবাচক জিনিসের মধ্যে ১ টিকে বেছে নিতে বলা হয়েছিলো।
বলা হয়েছিলো–
আপনাকে যদি এর মধ্যে ১ টিকে বেছে নিতে বাধ্য করা হয়, তাহলে আপনি কোনটিকে বেছে নেবেন?
ক)জগতের কেউ আপনাকে ভালোবাসবে না।
খ)জগতের কেউ আপনাকে শ্রদ্ধা করবে না।

শতকরা ৭৪ জন পুরুষ ১ম টাই বেছে নিয়েছিলো।

পুরুষের কাছে শ্রদ্ধাহীনতা এত বেশি পীড়াদায়ক ছিল বলে তারা ভালোবাসা বর্জিত থাকাকে পছন্দ করেছিলো।

এ পুরুষেরা বলেনি যে,ভালোবাসার প্রতি তাদের কোনো আকর্ষণ নেই। তারা জানে–ভালোবাসা তাদের প্রয়োজন,কিন্তু ভালোবাসার চাইতেও তাদের বেশি প্রয়োজন শ্রদ্ধা।

ড.এমারসন “শ্রদ্ধা”র উপর গুরুত্বরোপ করতে গিয়ে খাদ্য ও পানির সাথে ভালোবাসা ও শ্রদ্ধাকে তুলনা করে বলেছেন,
❝বেচেঁ থাকার জন্য দূটোই আমাদের প্রয়োজন। কিন্তু খাদ্য না থাকলেও পানি থাকলে অন্তত আমরা অনেকখানি সময় বেঁচে থাকতে পারি।
পুরুষদের কাছে খাদ্য হলো ভালোবাসা এবং পানি হলো শ্রদ্ধা।❞

এবং “ভালোবাসা”র উপর গুরুত্বারোপ করতে গিয়ে বোঝাতে চেয়েছেন যে,
নারীরা আদর-ভালোবাসা বেশি পছন্দ করেন।
একজন নারী যতই আপনার উপর বিরক্ত হোক বা রেগে থাকুক না কেন, আপনার পর্যাপ্ত আদর-ই তাকে মোমের মত গলতে সাহায্য করবে। শ্রদ্ধাতেও ঘাটতি পাবেন না।

সুতরাং,
নারী-পুরুষকে একে অপরের মনস্তত্ব সঠিকভাবে উপলব্ধি করতে হলে,
অনাকাঙ্ক্ষিত দূরত্ব তৈরির অবকাশ পেতে,
একে অপরের মনোজাগতিক চিন্তা-কাঠামো সম্পর্কে ভালোভাবে জানতে,
করণীয়, বর্জনীয়, কৌশল আয়ত্ব করতে হলে
৩০ বছরের দাম্পত্য কাউন্সেলিংয়ের অভিজ্ঞতায় ঋদ্ধ ড.এমারসন এগারিচেস এর লেখা ❝Love & Respect❞ বইটি পাঠ করা অত্যবশ্যক।

বই থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

সানজিদা রহমান মৃধা
আমি শরৎ এর সাদা মেঘ।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *