প্রথম পাতা » কবিতা » বইমেলার আনন্দটা

বইমেলার আনন্দটা

book fair

বইমেলার সেই আনন্দটা
যায় না মুখে বলা,
হাজার জনের ভিড়ের মাঝে
প্রাণের টানে চলা।

মামুন রাকিব নব ধ্রুব
মেয়ে লাজ আর সাঁঝ,
মিলন মুবিদ শাহাদাতের
অন্তরঙ্গ কাজ।

অন্যরকম অনুভূতির
মুখর বিকেল বেলা,
প্রৌঢ় বৃদ্ধ যুবক শিশুর
অনবদ্য মেলা।

সবাই মিলে নানা সাজে
নানা কথার ঝড়,
মিলনমেলায় ঢেউ তুলেছে
খুশিতে অন্তর।

* হবিগঞ্জ থেকে।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *