বইমেলার সেই আনন্দটা
যায় না মুখে বলা,
হাজার জনের ভিড়ের মাঝে
প্রাণের টানে চলা।
মামুন রাকিব নব ধ্রুব
মেয়ে লাজ আর সাঁঝ,
মিলন মুবিদ শাহাদাতের
অন্তরঙ্গ কাজ।
অন্যরকম অনুভূতির
মুখর বিকেল বেলা,
প্রৌঢ় বৃদ্ধ যুবক শিশুর
অনবদ্য মেলা।
সবাই মিলে নানা সাজে
নানা কথার ঝড়,
মিলনমেলায় ঢেউ তুলেছে
খুশিতে অন্তর।
* হবিগঞ্জ থেকে।