অনুভবের দৃষ্টি আকর্ষণ করছি,
ইহা প্রেম ঘটিত ঘটমান কিছু অনুনয় মাত্র,
নীলাদ্রি রূপম একগুঁয়ে প্রীতাত্মা শ্রূয়মাণ দৃশ্য।
আমি সত্যিই বলছি, ইহা প্রেম ঘটিত।
অযাচিত কল্প চরিত্রের এক ভাস্কর্য সরূপ,
যা একান্ত’ই অবিন্যস্ত অশোভনীতা-
আর পূর্ণ ঘটিত ঋজু জটিলতা মাত্র।
আমি জানি, ইহা প্রেম ঘটিত।
নারীর অবহেলিত উর্বরতায়-
প্রেম ঘটাবার ইচ্ছে শক্তি নেই আমার,
তব ক্ষিপ্ত মনোনয়ে চিত্তাকর্ষক রূপী এক অজ্ঞাত আমি-
তাই বলি, ইহা প্রেম ঘটিত।
প্রেম ঘটিত! আর ঘটমান প্রেম!
উভয়’ই এক নমনীয়তা’র শিকল ছেড়ে-
রূপ নিয়েছে এক অতৃপ্ত অপরিণত বৈঠকখানায়।
হ্যা! ইহাও প্রেম ঘটিত!
কতক অরুচিকর প্রেমিক-প্রেমিকার-
আপত্তিকর দীর্ঘশ্বাসের প্রতিরোধে একাধিক সান্নিধ্য’তা কি পারবে-
একটা পূর্ণ ঘটিত প্রীতি বিন্যাসের প্রয়াস দেখাতে?
হ্যা! ইহাও তো প্রেম ঘটিত!
তব স্নিগ্ধতায় যেদিন সুখ ফুরিয়ে যাবে,
ফুরিয়ে যাবে অতীতের আবেগঘন স্পর্শকাতরতার কথা,
সেদিন নির্লজ্জের মতো ভালোবেসো আমায়,
হ্যা, ইহাই প্রেম ঘটিত।
সকল অপূর্ণতার বিচরিত সন্তরণে,
মরণশীলতার চিতা থেকে ভালোবেসো আমাকে,
আমিও না’হয় সেদিন প্রেম ক্ষমতাপ্রাপ্ত পূর্ণতা খুঁজবো।
হ্যা, ইহাই তো প্রেম ঘটিত।