প্রথম পাতা » কবিতা » লক্ষ্য আমার তোমার প্রেম

লক্ষ্য আমার তোমার প্রেম

Goddess of love

আমার হৃদয় মন্দিরে হয় তোমার নামের প্রার্থনা
দেবীস্থলে তোমায় তুলে করি দিবানিশি অর্চনা।
সকল সুরে ও সব ভাষাতে লিখে তোমার বন্দনা
সকাল সন্ধ্যা গাইছে হৃদয় তোমার প্রেম মাগনা।
বহু ঈশ্বরী রূপেও তুমি, তুমিই আবার একেশ্বর
তুমিই করো ছিন্নায়িত বিদ্ধ করে বিরহ শর।

হৃদমসজিদে হয় দোয়া, দরুদ, কান্নাকরে মোনাজাত
গীর্জা ভেবে হৃদপাঁজরে দুঃখের ঘণ্টা বাঁজে সারারাত।
জিকির চলে তোমার নামে, তোমার নামে তসবি জপ
তোমার নামে ঘুরছে মালা, ফুল, ধূপদীপ ও পূজা স্তব।

তোমার বিরহে বিরহী হয় লক্ষ-কোটি প্রেমিকহৃদয়
প্রেমে যাদের জগৎমগ্ন, প্রেমেই যাদের হয়েছে লয়।

এখন হৃদয়ভূমির দখল তোমার, হৃদয়েই তোমার বাস
হৃদয়ে খুঁজছি প্রেম, মন্দির-মসজিদে না করে তালাশ।

শিমুল,
দেবী বললে তোমায় বুঝি, প্রার্থনা বললে প্রেম
তোমার প্রেমই লক্ষ্য আমার, হৃদয়ক্ষরা স্বর্ণহেম।

১২ ফেব্রুয়ারি, ২০২২। জাদুনগর।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

রাজু অনার্য
রাজু অনার্য
কবি, গল্পকার ও লোকসাহিত্য গবেষক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে ঐ বিশ্ববিদ্যালয়েই পিএইচ,ডি গবেষণা করছেন লোকসাহিত্য বিষয়ে। প্রকাশিত গ্রন্থ: কাব্য: লাশের মিছিল, অসামাজিক পদাবলী, ঈশ্বরের প্রেমিক ও জেগে ওঠো বিবশ বিবেক। অনুবাদ গল্প সংকলন: বোকাই চাচার ঘোড়া ভাড়া। সম্পাদনা: বঙ্গবন্ধু ও বাংলা লোকসঙ্গীত, শাহ আজাহার ও তাঁর গান, বাউলতত্ত্ব ও ওস্তাদ মফিজ দেওয়ানের গান। গবেষণা: বাউলতত্ত্ব ও বাউল শব্দকোষ। ছড়া: স্বর্ণার ভুটকো ছাগল, ইত্যাদি।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *