প্রথম পাতা » কবিতা » কবি নয় অন্যকিছু

কবি নয় অন্যকিছু

poet

কবি কোন পরিচয় নয়; যতটা পরিচয় পায় মানুষ
আমলায়, কামলায়। কিংবা ক্ষমতাবানের অক্ষম
শিশ্নোদরপরায়ণ সম্পাদকে। দিস্তার পর দিস্তা কাগজে অথবা দৃষ্টি এফোরওফোর করার মত বিশালতার
ভার্চুয়াল দুনিয়ায়, দেশ-দেশান্তরে।

কবি কোন পরিচয় নয়; যতটা পরিচয় পায় মানুষ
ছাপ্পান্নো হাজার বর্গমাইল সীমানা বেষ্টিত দেশে অনন্ত-অসীম
ক্ষমতাবান পার্লামেন্ট মেম্বার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী
কিংবা উপপত্নীর মত গোপনীয় সংখ্যক উপ, উপ, উপক্ষমতাবানে।

কবি কোন পরিচয় নয়; যতটা পরিচয় পায় মানুষ
বিশ্ববিদ্যালয়ের নষ্ট-ভ্রষ্ট অধ্যাপকের দলাদলি, গালাগালি,
চামচামামি, তেলাতেলি, নকল গবেষণার ফালাফালি,
ছাত্রী-সহকর্মী-কাজের বেটির গলাগলি ও জমির দালালিতে।
একজন অবসরপ্রাপ্ত রূপোপজীবী, ভারপ্রাপ্ত স্বামী
অথবা চামড়া ব্যবসায়ীর উত্তরোত্তর সাফল্যে
সিআইপি, ভিআইপি ও আইনূর্ধ্ব হওয়ার পথে শিল্প-সাহিত্যের
সরস সমঝদারিত্ব (!) অবুঝ পৃষ্ঠপোষকতায়।

কবি কোন পরিচয় নয়; যতটা পরিচয় হয় মানুষ
মানুষের। গণ্য হয় সমাজে, প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রে
চোর ও সেবক পরিচয়ে। চিন্তা, বুদ্ধি, জ্ঞান ও মননের
অসার আরষ্টতা, প্রজ্ঞার দীনতাঢাকা বিজ্ঞাপনীয় বিরতিতে
টিভির পর্দায় নিস্ফলা অনুষ্ঠানে।

হে মানুষ, হে নষ্ট সময়ে নষ্ট দিনের কবি,
যদি কবি হতে চাও, যশ ও প্রতিষ্ঠা চাও
আগে আমলা হও, অথবা সম্পাদক হও।
কিংবা হতে পারো বেশ্যার দালাল। পদলেহী নির্বোধ বুদ্ধিজীবী।
অর্জন করো বৈভবশালী বিজ্ঞাপনদাতার সুখ।
কবিতা ছুটবে দিগ্বিদিক।
তুমিও ছুটবে কথার, বাতাসের, প্রচারণার তুরন্ত ঘোড়ায়।

কেবল হ’য়ো না তুমি প্রেমিক শব্দের, ছন্দ ও ভাবের।
কিংবা প্রিয়তম নারীর।
অর্থবিত্তে বন্দীনি প্রেমিকার কানে শব্দমালা বড় ম্রিয়মাণ
ছন্দের গাঁথুনি অসাড়, বিবর্ণরঙা, ধূসর।

কবি কোন পরিচয় নয়; যতটা পরিচয় পায় অন্যকিছু অথবা মানুষ।

১৩ সেপ্টম্বর, ২০২১। প্রেমধাম, মানিকগঞ্জ।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

রাজু অনার্য
রাজু অনার্য
কবি, গল্পকার ও লোকসাহিত্য গবেষক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে ঐ বিশ্ববিদ্যালয়েই পিএইচ,ডি গবেষণা করছেন লোকসাহিত্য বিষয়ে। প্রকাশিত গ্রন্থ: কাব্য: লাশের মিছিল, অসামাজিক পদাবলী, ঈশ্বরের প্রেমিক ও জেগে ওঠো বিবশ বিবেক। অনুবাদ গল্প সংকলন: বোকাই চাচার ঘোড়া ভাড়া। সম্পাদনা: বঙ্গবন্ধু ও বাংলা লোকসঙ্গীত, শাহ আজাহার ও তাঁর গান, বাউলতত্ত্ব ও ওস্তাদ মফিজ দেওয়ানের গান। গবেষণা: বাউলতত্ত্ব ও বাউল শব্দকোষ। ছড়া: স্বর্ণার ভুটকো ছাগল, ইত্যাদি।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *