স্বপ্ন ছড়ানো পথে
হেঁটে চলি তোমার হাত ধরে।
তুমি নিয়ে চলো আমায়
স্বপ্ন দেখাও,
রাঙিয়ে দাও প্রাণ
ভরিয়ে দাও মন।
স্বপ্ন বিন্দুরা টুপটাপ ঝরে পড়ুক
আমার মুখে চোখে।
আমি হাত বাড়িয়ে কুড়িয়ে নেবো
মেখে নেব গায়ে।
চল পথে নামি
স্বপ্ন কুড়াই
স্বপ্নে সাজাই এ জীবন।
স্বপ্নেরা এসে ভীড় করুক
আমাদের প্রাঙ্গণে।