প্রথম পাতা » কবিতা » জীবনানন্দ দাশের প্রতি

জীবনানন্দ দাশের প্রতি

Jibanananda Das

শুদ্ধতম কবি জীবনানন্দ
আপনি কোথায়?
পতঙ্গ পিঞ্জরে পুনর্জন্মের
সাধ ছিল আপনার!
করেছে কি বিধি
কার্তিকের কাক,
সন্ধ্যার সুদর্শন,
কিংবা ভোরের দোয়েল?
কখনো কি গিয়েছেন
ঢাকার রেডিসনে
কন্টিনেন্টালে
সংসদপ্লাজার সান্ধ্য আড্ডায়???

এলিটভবনের করিডোরে
কাক নিষিদ্ধ
সুদর্শন নিষিদ্ধ
দোয়েল নিষিদ্ধ!!!
সেখানে অবিরল শিকারির আনাগোনা
আপনার কথা কেউ বলে না!
সেখানে হিশেব হয়
নগদ নোটের
সফটওয়্যারের
ভাংগারি দোকানের, কয়লা কাঠের আর
ট্রাম্পভর্তি হরিণের!!

আপনি পড়ে থাকেন পৃথিবীর দীর্ঘশ্বাসরূপী
মধ্যবিত্তের ভাঙা শেলফে
বিপণ্ন জীবনে
বিবর্ণ হৃদয়ে!!

পৃথিবী ‘ধূসর পাণ্ডুলিপি’ চায় না
চকচকে নোট চায়
শুদ্ধতম কবি চায় না
ব্যস্ততম ব্যবসায়ী চায়!

আপনি উঠে আসুন গাঢ় অন্ধকার ছেড়ে
নষ্ট রাজনীতি হয়ে
নগ্ন কারবারি হয়ে
প্রেমহীন করুণাহীন অন্ধজন হয়ে!!

আপনার নাম লেখা হবে
মহাপৃথিবীর বুকে
সুবর্ণ অক্ষরে!!!

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Sujon Hamid
সুজন হামিদ
জন্ম: ২৯ মার্চ, ১৯৮৭ খ্রি., শেরপুর জেলার সীমান্তবর্তী গ্রাম তাওয়াকুচায়। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পারিবারিক জীবনে তিন পুত্র আরিয়ান হামিদ বর্ণ, আদনান হামিদ বর্ষ এবং আহনাফ হামিদ পূর্ণকে নিয়ে তাঁর সুখের সংসার। একসময় থিয়েটারে যুক্ত থেকেছেন। রচনা, নির্দেশনা ও অভিনয় করেছেন অনেক পথনাটকে। মুক্তিযুদ্ধের মহান আদর্শকে লালন করেন হৃদয়ে। স্বপ্ন দেখেন বৈষম্যহীন সমাজ বিনির্মাণের। গ্রন্থ: বাংলা ভাষা ও সাহিত্যের জ্ঞানগ্রন্থ 'বাংলাকোষ'(২০২১)।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *