শুদ্ধতম কবি জীবনানন্দ
আপনি কোথায়?
পতঙ্গ পিঞ্জরে পুনর্জন্মের
সাধ ছিল আপনার!
করেছে কি বিধি
কার্তিকের কাক,
সন্ধ্যার সুদর্শন,
কিংবা ভোরের দোয়েল?
কখনো কি গিয়েছেন
ঢাকার রেডিসনে
কন্টিনেন্টালে
সংসদপ্লাজার সান্ধ্য আড্ডায়???
এলিটভবনের করিডোরে
কাক নিষিদ্ধ
সুদর্শন নিষিদ্ধ
দোয়েল নিষিদ্ধ!!!
সেখানে অবিরল শিকারির আনাগোনা
আপনার কথা কেউ বলে না!
সেখানে হিশেব হয়
নগদ নোটের
সফটওয়্যারের
ভাংগারি দোকানের, কয়লা কাঠের আর
ট্রাম্পভর্তি হরিণের!!
আপনি পড়ে থাকেন পৃথিবীর দীর্ঘশ্বাসরূপী
মধ্যবিত্তের ভাঙা শেলফে
বিপণ্ন জীবনে
বিবর্ণ হৃদয়ে!!
পৃথিবী ‘ধূসর পাণ্ডুলিপি’ চায় না
চকচকে নোট চায়
শুদ্ধতম কবি চায় না
ব্যস্ততম ব্যবসায়ী চায়!
আপনি উঠে আসুন গাঢ় অন্ধকার ছেড়ে
নষ্ট রাজনীতি হয়ে
নগ্ন কারবারি হয়ে
প্রেমহীন করুণাহীন অন্ধজন হয়ে!!
আপনার নাম লেখা হবে
মহাপৃথিবীর বুকে
সুবর্ণ অক্ষরে!!!