বছর ঘুরে বার বার ফিরে আসে রক্তপলাশের দিন,
আমাদের পলাশরাঙা দিনে আমরা
দলবেঁধে চলেছি আগুনপাখি হয়ে
স্মৃতির মিনারের পাদদেশে,
আমরা ছুটেছি ঢোল খরতাল নিয়ে
বিজয় নিশান উড়িয়ে ধানমন্ডির লেক পেরিয়ে
বিজয় সরণির পথে পথে,
আমরা হেঁটেছি কৃষ্ণচূড়ার ছায়াপথে
আগুনের ডালপালা হাতে,
আমরা দেখেছি বিজয়ের রঙিন মখমল
কী নিদারুণ আবেশে জড়িয়ে রাখে
সংশপ্তকের সাহসী রথকে।
আজো বিজয় এলেই আগুনমুখো হয়ে
ওঠে শিরীষের ডালপালা, রক্তপলাশগুলো
গাঢ়তর রাতের মতো বিবাগী হয়ে ফেরে
তেপান্তরের মাঠে। আমাদের বিজয় আসে
স্মৃতি মন্থনরোগে আক্রান্ত আষাঢ়ি পূর্ণিমার
মতো একরাশ দুঃখ নিয়ে। বিজয় আসে মর্সিয়ার
শোকগীতিতে অমাবস্যার রূপে-
জীবন এখানে নিরুত্তাপ দহনকাল!!!