কতো কি-ই না করেছি তোমাকে পাবার জন্য।
বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দুলেওঠা ঐশীবানী নয়,
লুকিয়েছি অমোঘ সূর্যের মতো নিশ্চিত সত্য পরিচয়।
লুকিয়েছি শত প্রেম ও প্রণয়ের সহস্র গল্প-উপাখ্যান
অনেক অযুত চুমুর অসংখ্য নিযুত ইতিহাস।
অগনণ খণ্ড-বিখণ্ড শব্দ-ছন্দে গাঁথা মিলন মহাকাব্য।
লুকিয়েছি ইতিহাসের চেয়েও নির্মোহ সত্য আনন্দ-বেদনা,
ঋষিধ্যানের মতো মানস আরশিতে ছাপা অতীত।
ক্লান্ত-ক্লেদাক্ত বর্তমানের বিবমিষা, নষ্টজীবন।
প্রেমমালা জুড়ে কতো সত্য-মিথ্যার ফুলঝুরি!
প্রিয়তমা আমার, বিশ্বাস করো!
আমাকে ক্ষতবিক্ষত করেছে মিথ্যে বলার পাপ।
তোমার ভালোবাসার পূণ্য আমায় করেছে শুদ্ধতম।
বিবেকের আদালতে আমি অন্ধ অপরাধী এক।
ভালোবাসায় নিপুণ প্রেমিক, শুদ্ধিচিত্ত শুদ্ধাচারী।
হে আমার প্রিয়তমা,
ভালোবাসা বিচারের একচ্ছ্বত্র অধিষ্ঠাত্রী দেবী,
পুরুষ ও প্রেমিকের অন্তিমভাগ্য বণ্টনের পূর্বে শোনো,
দণ্ডিতের কাঠগড়ায় দণ্ডায়মান কম্পিতের ফরিয়াদ;
মানুষ মাত্রই ঈশ্বর পুত্র, মানুষ মাত্রই পাপী।
প্রেমিক মাত্রই নিবেদিত প্রাণ, প্রেমিক মাত্রই ধ্যানী।
পাপী মানুষ নয়; তুমি প্রেমিককে বরণ করো হৃদয়মাল্যে
০৪ ফেব্রুয়ারি, ২০২২। নিকুঞ্জভবন।