প্রথম পাতা » কবিতা » পাপ-পুণ্যাচারী

পাপ-পুণ্যাচারী

love and sin

কতো কি-ই না করেছি তোমাকে পাবার জন্য।

বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দুলেওঠা ঐশীবানী নয়,
লুকিয়েছি অমোঘ সূর্যের মতো নিশ্চিত সত্য পরিচয়।
লুকিয়েছি শত প্রেম ও প্রণয়ের সহস্র গল্প-উপাখ্যান
অনেক অযুত চুমুর অসংখ্য নিযুত ইতিহাস।
অগনণ খণ্ড-বিখণ্ড শব্দ-ছন্দে গাঁথা মিলন মহাকাব্য।
লুকিয়েছি ইতিহাসের চেয়েও নির্মোহ সত্য আনন্দ-বেদনা,
ঋষিধ্যানের মতো মানস আরশিতে ছাপা অতীত।
ক্লান্ত-ক্লেদাক্ত বর্তমানের বিবমিষা, নষ্টজীবন।
প্রেমমালা জুড়ে কতো সত্য-মিথ্যার ফুলঝুরি!

প্রিয়তমা আমার, বিশ্বাস করো!
আমাকে ক্ষতবিক্ষত করেছে মিথ্যে বলার পাপ।
তোমার ভালোবাসার পূণ্য আমায় করেছে শুদ্ধতম।

বিবেকের আদালতে আমি অন্ধ অপরাধী এক।
ভালোবাসায় নিপুণ প্রেমিক, শুদ্ধিচিত্ত শুদ্ধাচারী।

হে আমার প্রিয়তমা,
ভালোবাসা বিচারের একচ্ছ্বত্র অধিষ্ঠাত্রী দেবী,
পুরুষ ও প্রেমিকের অন্তিমভাগ্য বণ্টনের পূর্বে শোনো,
দণ্ডিতের কাঠগড়ায় দণ্ডায়মান কম্পিতের ফরিয়াদ;
মানুষ মাত্রই ঈশ্বর পুত্র, মানুষ মাত্রই পাপী।
প্রেমিক মাত্রই নিবেদিত প্রাণ, প্রেমিক মাত্রই ধ্যানী।

পাপী মানুষ নয়; তুমি প্রেমিককে বরণ করো হৃদয়মাল্যে

০৪ ফেব্রুয়ারি, ২০২২। নিকুঞ্জভবন।

কবিতা থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

রাজু অনার্য
রাজু অনার্য
কবি, গল্পকার ও লোকসাহিত্য গবেষক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে ঐ বিশ্ববিদ্যালয়েই পিএইচ,ডি গবেষণা করছেন লোকসাহিত্য বিষয়ে। প্রকাশিত গ্রন্থ: কাব্য: লাশের মিছিল, অসামাজিক পদাবলী, ঈশ্বরের প্রেমিক ও জেগে ওঠো বিবশ বিবেক। অনুবাদ গল্প সংকলন: বোকাই চাচার ঘোড়া ভাড়া। সম্পাদনা: বঙ্গবন্ধু ও বাংলা লোকসঙ্গীত, শাহ আজাহার ও তাঁর গান, বাউলতত্ত্ব ও ওস্তাদ মফিজ দেওয়ানের গান। গবেষণা: বাউলতত্ত্ব ও বাউল শব্দকোষ। ছড়া: স্বর্ণার ভুটকো ছাগল, ইত্যাদি।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *