প্রথম পাতা » গল্প » যদি একে অন্যের হাতটা ধরতে পারি

যদি একে অন্যের হাতটা ধরতে পারি

Power of unity

হঠাৎ একদিন ৯ সংখ্যাটি ৮ কে জোরে এক থাপ্পড় মারল !
তখন কাঁদতে কাঁদতে ৮ জিজ্ঞাসা করলো, আমাকে মারলে কেন ?
৯ বলল, আমি বড় তাই আমার অধিকার আছে তোকে মারার।

এ কথা শুনে ৮, ৭ কে জোরে এক থাপ্পড় বসিয়ে দিল।
৭ যখন ওকে মারার কারণ জানতে চাইলো, ৮ ও বলল, আমি বড় তাই মেরেছি!

একই অজুহাতে, এরপর
৭, ৬-কে;
৬, ৫-কে;
৫, ৪-কে;
৪, ৩-কে;
৩, ২-কে;
আর ২, ১-কে মারলো!

হিসাব মতে এবার ১ – শূন্য(০) কে মারা উচিত। কিন্তু “১” সেটা না করে, শূন্যকে কাছে নিয়ে বললো, তুই আমার ছোট ভাই, সব সময়ে আমার পাশে থাকবি। আমি চাই তোকে যেন কেউ আঘাত করতে না পারে।

সেই থেকে ১ আর শূণ্য (০) মিলে ১০ (দশ) হয়ে গেলো। এখন সব সংখ্যাই তাদেরকে(তাকে) সম্মান করা শুরু করলো।

শিক্ষাঃ ছোট ছোট কারণে বা অকারণে নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ না করে, ব্যক্তিগত অহংকার দূরে ঠেলে আমরা যদি একে অন্যের হাতটা ধরতে পারি তাহলে আমাদের শক্তি বহু গুণ বেড়ে যায়।

গল্প থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Bikul
বিকুল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। ভালোবাসেন ব্লগিং করতে এবং অন্যের লেখা পড়তে। অবসর সময় কাটান ভালো মুভি দেখে। সারা বিশ্ব ঘুরে দেখতে চান।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *