প্রথমে বলে নেই গুগল আপনার সম্পর্কে কেন জানতে চায়। গুগলের ভাষ্যমতে, গুগল আপনার সম্পর্কে জানতে চায় যেন আপনার জন্য উপযোগী সেবা আপনাকে দেওয়া যায়। আসল কথা হলো গুগলের মূল উপার্জন বিজ্ঞাপন থেকে। এখন আপনার জন্য উপযোগী বিজ্ঞাপন যেন আপনাকে দেখানো যায় সেজন্যই গুগল আপনার সম্পর্কে জানতে চায়। সহজ করে বলি। গ্রামে একটি কথা প্রচলিত আছে,
কেউ দুধ বিক্রি করে মদ কিনে, কেউ মদ বিক্রি করে দুধ কিনে।
এখন আপনি যদি দুধ বিক্রি করে মদ কেনা লোক হয়ে থাকেন, তাহলে গুগল আপনাকে বলতে চাইবে- ওখানে ভালো মদ পাওয়া যায়। আর আপনি যদি মদ বিক্রি করে দুধ কেনা লোক হয়ে থাকেন, তাহলে গুগল আপনাকে বলতে চাইবে- ওখানে ভালো দুধ কিনতে পাওয়া যায়। তাহলে গুগলকে জানতে হবে আপনি কী ধরনের লোক। তাছাড়া, আপনি থাকেন বাংলাদেশে। আপনাকে যদি আমেরিকার একটি দোকানের কথা বলে আপনি সেখানে যাবেন না। তাহলে গুগলকে জানতে হবে আপনি কোথায় থাকেন, কোথায় কোথায় যান।
আপনি কে
আপনার চেহারা কেমন, আপনার কণ্ঠ কেমন, আপনার রাজনৈতিক এবং ধর্মীয় বিশ্বাস এবং আপনি কতটা স্বাস্থ্যবান তা গুগল জানে। আপনার বাচ্চা আছে কিনা, বা আপনার যদি কোন খাবার খাওয়া নিষেধ হয়ে থাকে তবে অনুসন্ধান জায়ান্ট গুগলও তা জানে।
আপনি কোথায় ছিলেন
আপনি কোথায় থাকেন, কোথায় কাজ করেন এবং যে জায়গায় আপনি ভ্রমণ করেছেন, গুগল অবস্থান ট্র্যাকিং ব্যবহার করে তা জেনে নেয়।
কারা আপনার বন্ধু
গুগল জানেন আপনি কার সাথে কথা বলেন এবং আপনি কী সম্পর্কে কথা বলেন। আপনি কার সাথে ছিলেন এবং কখন ছিলেন তাও জানে।
আপনার পছন্দ, অপছন্দ
আপনি যা সার্চ করেন তার উপর ভিত্তি করে, গুগল জানে কোন খাবার, বই, সিনেমা, ভিডিও এবং দোকান আপনি পছন্দ করেন কিংবা অপছন্দ করেন।
আপনার ভবিষ্যত পরিকল্পনা
গুগলে করা আপনার সার্চগুলি আপনার ভবিষ্যতের পরিকল্পনাসহ আপনি কী সম্পর্কে ভাবছেন সে সম্পর্কে একটি ধারণা দেয়। আপনি কি প্যারেন্টিং কৌশল সম্পর্কে তথ্য অনুসন্ধান শুরু করেছেন? যদি তা হয় তবে গুগল জানে যে আপনি কী প্রত্যাশা করছেন।
আপনার অনলাইন জীবন
গুগল এছাড়াও আপনি যেসব ওয়েবসাইট ভিজিট করেছেন সেগুলি, আপনার অটোফিল ডাটা এবং আপনার বুকমার্কস সম্পর্কে জানে।
চলুন দেখি গুগল কী কী জানে তার একটা নমুনা:
আপনার গুগল একাউন্টের ad settings এ গেলে আপনি এরকম একটি তালিকা দেখতে পাবেন। এর প্রত্যেকটিতে ক্লিক করলে বিস্তারিত জানতে পারবেন এবং গুগলের অনুমানকে সংশোধন করে দেওয়ার সুযোগ পাবেন।
আপনি বিবাহিত নাকি অবিবাহিত তাও বলতে পারবে:
আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে তথ্য:
এমনকি আপনি ভাড়া বাসায় থাকেন নাকি বাড়ির মালিক তাও জানতে পারে:
আপনার আগ্রহের বিষয় সম্পর্কেও গুগল খোঁজ রাখে:
যেভাবে জানবেন
এই লিংকে ক্লিক করুন। আপনাকে গুগলে লগ ইন করা থাকতে হবে। যদি লগ ইন করা না থাকেন তবে Sign in বাটনে ক্লিক করে আপনার জিমেইল আইডি দিয়ে লগ ইন করুন। এবার দেখুন আপনার সম্পর্কে গুগল কী ধারণা রাখে।
বোনাস
কোথায় থাকেন, কোথায় যান তার তালিকা
গুগলের সাথে আপনার সমস্ত কার্যক্রমের তালিকা
ইউটিউবে কী কী ভিডিও দেখেছেন তার তালিকা
ইউটিউবে কী কী সার্চ করেছেন তার তালিকা
ইউটিউবে কী কী কমেন্ট করেছেন তার তালিকা
আরো অনেক কিছু বলার ছিল। আপনাদের ধৈর্যচ্যুতি হতে পারে ভেবে এখানেই শেষ করলাম। এই লেখা সম্পর্কে যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান।