প্রথম পাতা » বিজ্ঞান ও প্রযুক্তি » পয়ঃনিষ্কাশন পাইপের ভেতর তৈরি হচ্ছে বাড়ি

পয়ঃনিষ্কাশন পাইপের ভেতর তৈরি হচ্ছে বাড়ি

drain home

একটি প্রতিবেদন দেখলাম। ভারতে ড্রেনের পাইপের মধ্যেই তৈরি হচ্ছে আধুনিক বাড়ি।

বাড়ি করার জন্য আমাদের আজীবন সাধনা থাকে। ছাত্র জীবনে হয়তো এতকিছু মাথায় আসে না। কিন্তু যখনই আপনি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করার চিন্তা করবেন, তখনই বাড়ির চিন্তা মাথায় চলে আসবে।

কোন রকম বাপের হোটেলে থেকে কিংবা ভাড়া বাসায় থেকে বিয়ে নামক ফরজ কাজটি সারলেন। এবার শুরু করলেন নিজের বাড়ির জন্য টাকা জমানো। বেশিরভাগ মানুষকে দেখেছি সারা জীবনের সব উপার্জন জমা করেছেন বাড়ি করার জন্য। বলতে গেলে অনেকটা বুড়ো বয়সেই সক্ষমতা অনুযায়ী বাড়ি করেছেন। ততদিনে জীবন, যৌবন সব হারিয়ে গেছে। দুচোখ মেলে পৃথিবীটা দেখা হয়নি। ঘুরার টাকা কই! ঘুরে বেড়ালে কি বাড়ি করতে পারতাম?

যাই হোক, মূল কথায় আসি। ভারতের তেলেঙ্গানা রাজ্যের পেরালা মানাসা কম খরচে তৈরি করছেন রুচিশীল, একটি ভিন্নধর্মী এক বেডরুমের বাড়ি। এতে রয়েছে একটি রুম, একটি টয়লেট, রান্না ঘড়সহ খাবার রুম। আর এটা তৈরিতে তিনি ব্যবহার করছেন পয়ঃনিষ্কাশনের পাইপ, মানে ড্রেনের পাইপ। নিম্ন আয়ের পরিবারের স্বপ্ন পূরণের চেষ্টা করছেন তিনি।

পেরালা মানাসা এক তরুণ সিভিল ইঞ্জিনিয়ার। তার বাবা নেই, মায়ের সাথেই তেলেঙ্গানা রাজ্যে থাকেন তিনি। পেরালা কয়েক মাস ধরে গবেষণা করে এই ডিজাইনটি তৈরি করেছেন। এটি তৈরির পাশাপাশি তিনি খেয়াল রেখেছেন তার স্থানীয় বাসীন্দাদের চাহিদা ও সকল আবহাওয়াতে যাতে বাড়িটি টিকে থাকে। খুবই সল্প খরচে ও সল্প সময়ে এই বাড়িটি তৈরি করেছেন তিনি।

পেরালা মানাসা বলেন, দুটি পয়ঃনিষ্কাশনের পাইপ দিয়ে তৈরি করা হয়েছে বাড়িটি। যাতে প্রতেক্যটা পাইপের দৈর্ঘ্য ২.৫ মিটার। এই বাড়িটি তৈরির জন্য বেশি যায়গা লাগে না, মাত্র ১১৬ ফুট বর্গমিটার যায়গায় তৈরি হয়েছে। এর জন্য মাত্র তিন লাখ রুপি প্রয়োজন। সময়ও লাগে মাত্র ১৫ দিন। আপনি চাইলেই এই বাড়িটি যে কোন যায়গায় সরাতেও পারবেন।

পেরালা মানাসা নারী উদ্যোক্তা হওয়ায় অনেক চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে তাকে। এ বিষয়ে তিনি বলেন, বিনিয়োগের জন্য অনেকের কাছে যেতে হয়েছে। সবার একটাই প্রশ্ন ছিলো – আপনি একজন নারী! আপনি যদি এই প্রকল্পে ব্যর্থ হন। এর নিশ্চয়তা কে দিবে আমাদের? এমন কি এই কাজে শুরু পরেও অনেকেই বলেছে, আমি সময় নষ্ট করছি, টাকা নষ্ট করছি, শুধু শুধু চেষ্টা করছি এই প্রকল্পে ব্যর্থ হবো। বাড়িটি তৈরি হওয়ার আগ মুহুর্ত পর্যন্ত আমাকে এসব কথা শুনতে হয়েছে। তিনি বলেন, এখন একশোরও বেশি এই বাড়ি তৈরির অর্ডার পেয়েছি। ভারতের অনেক হোটেল ও রিয়েল ইস্টেট সেক্টর থেকেও অর্ডার এসেছে।

ব্যক্তিগতভাবে বাড়িটি আমার খুবই পছন্দ হয়েছে। আমি এই প্রকল্পের সফলতা কামনা করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন নারী এই বাড়ি তৈরি করলেও কয়জনের বউ এরকম বাড়িতে থাকতে চাইবে?

বাড়ির ভেতরটা দেখলে অবশ্যই অবাক হবেন। বিস্তারিত নিচের ভিডিওতে:

বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Bikul
বিকুল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। ভালোবাসেন ব্লগিং করতে এবং অন্যের লেখা পড়তে। অবসর সময় কাটান ভালো মুভি দেখে। সারা বিশ্ব ঘুরে দেখতে চান।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *