প্রথম পাতা > রাজু অনার্য (Page 3)

লকডাউনে তোমার নগরে

অর্পিতা, না সাদা, না সবুজ, না হলুদ ; এই আষাঢ়েগাঢ় লাল রঙ মেখে লকডাউন আসুক তোমার শহরে।নিষিদ্ধ হোক রাস্তা, দোকান, চা'খানা সরকারি ঘোষণায়।তোমার গলির মুখে আড়াআড়ি বাঁশ ফেলে স্বেচ্ছাসেবকেরাবন্ধকরুক রিকশার টুংটাং, মানুষের কোলাহল।তোমার শহরে লক ডাউন আসুক আগামী পূর্ণিমায়।বৃষ্টি ভেঁজা ভ্যাঁপসা জ্যোস্নার চাদর জড়িয়েখাবার প্রত্যাশী অভূক্ত একদল সারমেয়ওর পাশেআমিও বসবো

পুরোটা পড়ুন
New Day

সোনালি দিনের প্রত্যাশা

অর্পিতা, কতদিন হয় না'ক দেখা আমাদের।দু'জনার হয়নি'ক দেখা কতদিন।কতদিন দাওনি'ক খবর তোমার গার্হস্থ্য সংসারের।আমি জানি, পৃথিবীর অসুখে গৃহবন্দিত্বের দিনেঅসহায় মানুষের ভীড়ে তুমি এক বড় অসহায়।চাল, নুন, আটা, তেলহীন নিরন্ন সংসারেরক্ষুধার্ত শিশুর কান্না; রোগ-শোকে কাতর কেঁশো বুড়ো'রবিমর্ষ বিলাপে নিদ্রা ভাঙে না তোমার। তবুওচৈত্রের নিরস টবে বিবর্ণ ঘাস লতার মতো তোমার হাসিদ্যুতি

পুরোটা পড়ুন
darling

আমাকে ভুলে যেও প্রিয়তমা

আমাকে ভুলে যেও প্রিয়তমা, ক্ষতি নেই;তুমি আমাকে ভুলে যেও।তোমার নাকের ডগায় জমা ঘাম মোছার মততোমার ভেজা বসন নিংড়ে ঝরানো জলের মতপিচ করে ফেলা তোমার আরষ্ট জিহ্বায় জমা লালার মতচুমুতে সিক্ত তোমার পেলব ঠোঁট শুকানোর মত নীরবতায়তুমি আমাকে ভুলে যেও আমার প্রিয়তমা, কোন ক্ষতি নেই।ধ্যানী বকের সহসা নিক্ষিপ্ত গলার ক্ষিপ্রতায়,দুরন্ত বাতাসে

পুরোটা পড়ুন