প্রথম পাতা » মতামত » শামসুর রাহমান সমীপে

শামসুর রাহমান সমীপে

Shamsur Rahman

কবি, আপনি কোথায় আছেন? কেমন আছেন?

আপনি কি আছেন কবিহীন, কবিতাহীন কোনো প্রান্তরে? আপনার সামনে কি সঙ্গীতের নহর বয়ে যায়? আপনি কি খেলা করেন শব্দসৌরভে? আপনি কি বাঁধা পড়েছেন গদ্যছন্দের অশ্বারোহী কোনো শকটে? আপনার দিন কাটে কি বাংলার মোড়ে? না কি কোনো ধূসর জগতে?

নিস্তরঙ্গ ধূ ধূ মাঠের প্লাবনে গোপনে একটা কথা বলি- কবি, আমরা ভালো নেই। আপনার ‘প্রিয় স্বাধীনতা’ ভালো নেই। আজন্ম লালিত স্বপ্ন – আপনার সাধের মেঘনা নদী, কলওলা নাউ, পাড়াতলী গাও, পিতার কোমল জায়নামাজ, পাখির ডানারা কেউ ভালো নেই।

বয়সী বটের পাতা, কুমারীর উদ্দাম সাঁতার, শহিদ মিনারের সভা, রবি ঠাকুরের কবিতা কিছুই ভালো নেই। নজরুলের ঝাঁকড়া চুল, কৃষ্ণচূড়ার ফুল, তন্বী হৃদয়ের সরসিজ, তেজী তরুণ সবাই নষ্টের পথে। আজ কেউ ভালো নেই।

আপনার প্রিয় ঢাকা শহর? মাহুতটুলির গলি? তারা এখন এডিসের অভয়ারণ্য, কখনো কল্পিত সমুদ্র সৈকত! মনে আছে? আমাদের শিউলি ফোটার শৈশবে নাড়া দিয়েছিল আপনার ‘ঝকঝকাঝক ট্রেন’? সেই ট্রেন এখন ট্রামগাড়ির চেয়েও গতিহীন।

জীবনও এখানে মন্থর। এখানে রাতের আঁধারে কুঁদে কুঁদে কেঁপে ওঠে শেয়াল। শেয়াল এখন টিকটিকির মতো ডাকে ‘ঠিকঠিকঠিক!’

আপনার কাব্যগুলো পড়ে আছে নীলক্ষেতের মোড়ে, বিষণ্ন দুপুরে, সেন্ট্টাল লাইব্রেরির চিমনিতে, ফুটপাতে। জানেন তো আমাদের সামূহিক উন্নতির কথা? আমাদের পায়ের জুতোগুলোর এখন খুব কদর! ওরা এসিঘরে কাচের ঝলকানো বেদিতে থাকে! আমাদের মাথার ওপরে! আপনি পড়ে আছেন রৌদ্রতপ্ত ফুটপাতে! একা নন আপনি! রবীন্দ্রনাথ-নজরুল-জীবনানন্দরাও পড়ে আছে গাদাগাদি হয়ে। কে কার ওপর বসেছে দেখলে ঠাহর করতে পারবেন না! জানেন, এদেশে বইয়ের দামই কেবল কমেছে আর সবকিছুরই বেড়েছে কদর! আমাদের সবচেয়ে দামি গল্প, কাঙ্ক্ষিত উপন্যাস, হৃদয়ের কবিতা, কামের চটির গুরুত্বপূর্ণ বই কোনটি জানেন? ফেসবুক! সর্বরোগের মহৌষধ!!

আমাদের সাহিত্য কেমন আছে জানবেন? কবিতাগুলোতে শব্দ আছে বিস্তর। কিন্তু অর্থের বড়ো টানাটানি! গল্প শুনলে আপনাকে হাসতেই হবে! আমরা এখন হাসির গল্পের জন্য উতলা। উপন্যাসগুলো ধর্মের কল! বাতাসেই নড়ে! ঐ যে আপনার থুত্থুরি এক বুড়ির মতো! উদাস দাওয়ায় বসে ছিল!

শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কালু, ঢাকার রিক্সাওয়ালার বেশ টাকা হয়েছে আজকাল। তারা ডিজিটাল সাউন্ডে গিয়ে এক জিবি ওয়াজ ভরে সন্ধ্যায় । আর তুলে আনে লাল নীল ছবি- দেশি, বিদেশি, হাফ জিবি!

তাদের আজকাল তালেবানি সাজতে জোশ লাগে! এইসব স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ছাইপাশ মনে হয়! তাদের হৃদয় এখন পোকার দখলে! বাংলাদেশের হৃদয় হয়েছে নিরুদ্দেশ!

আপনি অবাক হবেন শুনে- আপনার সব পঙক্তিই কেমন মিথ্যে হয়ে গেছে! কেবল একটি অনবদ্য বাক্য হয়ে আছে পিরামিড- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ!!!

মতামত থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *