ফুটপাতের জায়গার বদলে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট!!!
প্রয়াত নাট্যকার মান্নান হীরা রচিত নব্বই দশকের একটি নাটক 'ফুটপাত'। এটি একটি পথনাটক। দর্শককে সরাসরি কাছে টানার শক্তিশালী একটি মাধ্যম পথনাটক। বাংলাদেশে পথনাটকের পথিকৃৎ নাট্যকার মান্নান হীরা। 'ফুটপাত' নাটকটি তিনি সরাসরি 'থিয়েটার মহলা'র হাতে তুলে দেন। গুণী নাট্যকার, নির্দেশক এমএবি সুজন নাটকটিকে দুর্দান্ত নির্দেশনায় দর্শকের হৃদয় কাড়েন। আমার জানা মতে
পুরোটা পড়ুন