মাথার ভিতরে কথারা।
কথাদের লতা পাতা আছে।
সাঁঝবিকেলে স্নান শেষ করে এসে সন্ধ্যার চায়ের মগ নিয়ে যখন কবিতা পড়ি
তখন মনে হয় একটা খোলা মাঠে হাত পা ছড়িয়ে শুয়ে থাকতে পারতাম যদি।
হতো যদি বিশাল আকাশের সাথে সোজাসাপটা চোখাচোখি।
ভেজাচুলে ঘুম পায়।
আচ্ছা কেমন হয়, পৃথিবীর সকল বিছানা নারীদের নামে লিখে দিলে?