গ্রাহক সেবায় সোনালী ব্যাংকের অবস্থান নিয়ে আমরা অনেক কথাই বলি। তবে সোনালী ব্যাংক যে সেবাগুলো দিয়ে আসছে তা আর অন্যান্য ব্যাংকগুলোতে পাওয়া যায় না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত অনেক সেবা দিয়ে থাকে সোনালী ব্যাংক। এজন্য ব্যাংকে সবসময় ভিড় লেগেই থাকে। টাকা পাঠানো বা উত্তোলন করতে সোনালী ব্যাংকে গিয়ে লাইন ধরতে হবে এটাই যেন স্বাভাবিক।
বিপুল সংখ্যক গ্রাহকের কথা মাথায় রেখে মুজিব শতবর্ষে সোনালী ব্যাংক তার গ্রাহকদের জন্য চালু করল ই-ওয়ালেট যা এখন প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির এই ইলেকট্রনিক ওয়ালেট ব্যবহার করে গ্রাহকরা ঘরে বসে দিনরাত ২৪ ঘণ্টা লেনদেন করতে পারবে।
Sonali E Wallet
মোবাইলের প্লে স্টোরে গিয়ে “Sonali e-Wallet” লিখে সার্চ করলে পাওয়া যাবে অ্যাপটি। তাছাড়া নিচের লিংকে ক্লিক করেও ইন্সটল করতে পারবেন।
এন্ড্রয়েড ফোনঃ
https://play.google.com/store/apps/details?id=bd.com.sonalibank.sw
আইফোনঃ
https://apps.apple.com/app/id1504192221

সোনালী ই ওয়ালেট এর সুবিধা
- সোনালী ব্যাংকের এক একাউন্ট থেকে সোনালী ব্যাংকের অন্য শাখার যে কোন একাউন্টে ২৪ ঘন্টা যে কোন সময় টাকা পাঠানো।
- সোনালী ব্যাংকের একাউন্ট থেকে BEFTN এর মাধ্যমে অন্য যে কোন ব্যাংকের একাউন্টে টাকা পাঠানো।
- একাউন্ট থেকে Wallet এ টাকা নিয়ে মোবাইল রিচার্জ করা।
- ওয়ালেট থেকে ওয়ালেট সেন্ড মানি করা।
- ইউটিলিটি বিল প্রদান করা।
- ব্যালেন্স চেক করতে আর শাখায় যেতে হবে না। এক ক্লিকেই যে কোন সময় যতবার খুশি ব্যালেন্স চেক করতে পারবেন।
- শেষ দশটা ট্রানজেকশন এর স্টেটমেন্ট চেক করা।
- ক্রেডিট কার্ড এর বিল প্রদান।
- ব্রাঞ্চ এর লোকেশন জানা যাবে।
- ATM বুথ এর লোকেশন জানা যাবে।
ধীরে ধীরে আরও অনেক ফিচার যুক্ত হবে।
আমি সোনালী ব্যাংকের সঞ্চয়ী হিসাব ব্যবহার করি। মাসের শুরুতে আমার একাউন্টে বেতনের টাকা জমা হয়। সোনালী ব্যাংকের এটিএম কার্ড দিয়ে যেকোন বুথ থেকে টাকা উত্তোলন করি। ঘরে বসেই এই অ্যাপটি দিয়ে আমি বাড়িতে টাকা পাঠাই। একাউন্ট টু একাউন্ট। তারা এটিএম বুথ থেকে টাকা তুলে নেয়। আমার ব্যাংকে যাওয়া লাগছে না।
সতর্কতা/শর্তসমূহ
- একাউন্টে দেয়া মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন এবং লগইন করতে হবে।
- যে মোবাইল দিয়ে রেজিস্টার করবেন শুধুমাত্র সেই মোবাইলে এই এ্যাপ ব্যাবহার করতে পারবেন। মোবাইল হারিয়ে গেলে ডিভাইস আপডেট করে নিতে হবে। এক্ষেত্রে শাখায় যোগাযোগ করতে হবে।
- রেজিস্ট্রেশন করে ব্যাংকের এপ্রুভাল এর জন্য অপেক্ষা করতে হবে। এপ্রুভালে দেরি হলে শাখায় যোগাযোগ করে এপ্রুভ করিয়ে নিতে হবে। আমার একাউন্ট পরের দিনই এপ্রুভ হয়েছিল।
- কেবলমাত্র ব্যক্তিক হিসাব (সঞ্চয়ী/চলতি) এ Sonali e-wallet সুবিধা পাওয়া যাবে।
- যৌথভাবে/ যৌথনামে (Joint Client) পরিচালিত হিসাব এবং কোম্পানি/ প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাবে এই সেবা প্রদান করা হবে না।
- কেবলমাত্র Android বা iOS ভিত্তিক স্মার্টফোন সমূহের মাধ্যমে এই সেবা ব্যবহার করা যাবে।
- Dormant/ Inoperative/ Deceased হিসাবে এই সেবা প্রদান করা হবে না।
- একজন গ্রাহক একই সাথে একাধিক মোবাইল Device -এ এই সেবা ব্যবহার করতে পারবেন না।
সোনালী ই ওয়ালেট ব্যবহারের নিয়ম
১. সোনালী থেকে সোনালী ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
লগ ইন করার পর ট্রানজেকশনে ক্লিক করুন।

এবার সেন্ড মানি অপশনে ক্লিক করুন।

একাউন্ট টু একাউন্ট(সোনালী ব্যাংক) নির্বাচন করুন।

খেয়াল করুন আপনার ব্যাংকের ব্যালেন্স দেখাচ্ছে। এমাউন্টের ঘরে কত টাকা পাঠাবেন তা লিখুন। ব্যাংক একাউন্টের ঘরে প্রাপকের অর্থাৎ যাকে টাকা পাঠাবেন তার একাউন্ট নাম্বার দিন। এর পরের ঘরেই তার নাম দেখাবে। যদি নাম মিলে যায় তবেই কেবল পিন নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন:

আপনার মোবাইলে OTP নাম্বার আসবে। সেই নাম্বারটি দিয়ে সাবমিট করুন।
২. সোনালী থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
লগ ইন করার পর BEFTN বাটনে ক্লিক করুন।

যার একাউন্টে টাকা পাঠাবেন তার একাউন্টটি যে জেলায় অবস্থিত, প্রথমে সেই জেলাটি নির্বাচন করুন। এরপর ব্যাংকের নাম নির্বাচন করে নেক্সট বাটনে ক্লিক করুন।

যে শাখায় টাকা পাঠাবেন, সেই শাখার নাম নির্বাচন করুন।
যার একাউন্টে টাকা পাঠাবেন তার নাম (একাউন্টের নামের সাথে মিলতে হবে), তার একাউন্ট নাম্বার, টাকার পরিমাণ, টাকা পাঠানোর উদ্দেশ্য লিখে পিন নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন:

আপনার মোবাইলে OTP নাম্বার আসবে। সেই নাম্বারটি দিয়ে সাবমিট করুন।
পরের দিন ঐ একাউন্টে টাকা জমা হয়ে যাবে। ছুটির দিন বা ক্ষেত্র বিশেষে দেরি হতে পারে।
ই-ওয়ালেট এর মাধ্যমে লেনদেনের সর্বোচ্চ সীমা:
১। ব্যক্তি ই-ওয়ালেট হিসাবে স্থিতি ৪,০০,০০০ টাকা।
২। জমা (Add Money) দৈনিক ১,০০,০০০ টাকা।
৩। ই-ওয়ালেট হিসাবে হতে স্থানান্তর (ব্যাংক হিসাবে/ পারসন টু পারসন) দৈনিক ১,০০,০০০ টাকা, মাসিক ৪,০০,০০০০ টাকা মাত্র।
বিশেষ দ্রষ্টব্য: নিজ ব্যাংকে লেনদেনের সর্বোচ্চ সীমা দৈনিক ১,০০,০০০ টাকা ও মাসিক ৪,০০,০০০ টাকা এবং অন্যান্য ব্যাংকে লেনদেনের সর্বোচ্চ সীমা দৈনিক ৫০,০০০ টাকা ও মাসিক ২,০০,০০০ টাকা।
অ্যাপটি চালুর ফলে সোনালী ব্যাংকের সেবার মান অনেক ধাপ এগিয়ে গেল। ব্যাংকে গিয়ে ভিড় করতে হবে না। শাখার পরিবেশ আগের চেয়ে অনেক ভালো হবে। ব্যাংক কর্মকর্তাদের কাজের চাপ কমে যাওয়ায় তারা গ্রাহকদের প্রতি আরো মনযোগী হওয়ার সুযোগ পাবেন।