প্রথম পাতা » জীবনযাপন » যে ১৩ দেশের সরকারে নারী নেই

যে ১৩ দেশের সরকারে নারী নেই

muslim women and child

লেখাটি যখন লিখছি তখন বিশ্বের ১৩টি দেশের মন্ত্রিসভায় নেই কোন নারী।

জেনেভা ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর তথ্যানুযায়ী, দেশগুলো হলো:

  1. আফগানিস্তান
  2. আজারবাইজান
  3. আর্মেনিয়া
  4. ব্রুনেই
  5. উত্তর কোরিয়া
  6. পাপুয়া নিউগিনি
  7. সেইন্ট ভিনসেন্ট
  8. সৌদি আরব
  9. থাইল্যান্ড
  10. টুভালু
  11. ভানুয়াতু
  12. ভিয়েতনাম এবং
  13. ইয়েমেন

আইপিইউ সূত্রমতে, তালেবানরা দেশ দখল করার আগে আফগানিস্তানে নারীরা ৬.৫% মন্ত্রী পদে অধিষ্ঠিত ছিল।

“ভাল গণতন্ত্র হল এমন একটি গণতন্ত্র যেখানে নারীদের শুধু ভোট দেওয়ার এবং নির্বাচন করার অধিকারই নয়, বরং নির্বাচিত হওয়ার অধিকার রয়েছে।”

মিশেল ব্যাচলেট (ইউএন উইমেনের প্রধান, চিলির সাবেক রাষ্ট্রপতি এবং প্রতিরক্ষামন্ত্রী)

নির্বাচিত হবার পর মন্ত্রীসভায় স্থান পেলে সমাজে নারীদের প্রতিনিধিত্ব করার সুযোগ বৃদ্ধি পায়।

জীবনযাপন থেকে আরও পড়ুন

লেখক পরিচিতি:

Bikul
বিকুল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। ভালোবাসেন ব্লগিং করতে এবং অন্যের লেখা পড়তে। অবসর সময় কাটান ভালো মুভি দেখে। সারা বিশ্ব ঘুরে দেখতে চান।

ইতল বিতলে আপনার লেখা আছে?আজই লিখুন



আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *